Eden: ইডেনে ফ্লাডলাইটের আধুনিকীকরণ, জানাল সিএবি

বর্তমানে ইডেন গার্ডেন্সে ফ্লাডলাইটে রয়েছে মেটাল হ্যালাইড। তার বদলে চারটি বাতিস্তম্ভে লাগানো হবে এলইডি।

ইডেন গার্ডেন্সের ( Eden gardens ) করা হচ্ছে ফ্লাডলাইটের (Floodlight) আধুনিকীকরণ। বৃহস্পতিবার অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকের পর এমনটাই জানান হল সিএবির ( Cab) পক্ষ থেকে। যত দ্রুত সম্ভব এই কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে।

বর্তমানে ইডেন গার্ডেন্সে ফ্লাডলাইটে রয়েছে মেটাল হ্যালাইড। তার বদলে চারটি বাতিস্তম্ভে লাগানো হবে এলইডি। এলইডি লাগানোর কারণ হিসাবে জানান হচ্ছে, মেটাল হ্যালাইডের আলোগুলির ক্ষেত্রে অনেক সমস্যা থাকে, একবার নিভে গেলে তা ফের জ্বলতে লাগে ২০ থেকে ২৫ মিনিট। কিন্তু এলইডি আলোর ক্ষেত্রে এইরকম কোন সমস‍্যা থাকবে না। একটি সুইচ টিপলেই আলো সঙ্গে সঙ্গে জ্বালানো বা নেভানো যাবে।

এছাড়া বৈঠকে প্রথম এবং দ্বিতীয় ডিভিশনের সূচি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও ক্রিকেটারদের রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি করা হয়েছে।

আরও পড়ুন:Surajit Sengupta: এখনও ভেন্টিলেশনে রয়েছেন প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত

Previous articleকংগ্রেস- বিজেপির গোপন আঁতাত: গোয়ায় দুই প্রতিপক্ষকে ধুইয়ে দিলেন অভিষেক
Next articleCAB: ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজে দর্শক অনুমতি চেয়ে বিসিসিআইকে চিঠি সিএবির