Thursday, August 21, 2025

রেপো রেট, রিভার্স রেপো রেট অপরিবর্তিত, ছাড় নেই ব্যক্তিগত ঋণে : আরবিআই

Date:

Share post:

গৃহ এবং ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে ছাড় দেওয়া হল না। আর্থিক নীতিতে রেপো রেট (Repo Rate) এবং রিভার্স রেপো রেট (Reverse Repo Rate) অপরবর্তিতই রাখল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। বৃহস্পতিবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) গভর্নর শক্তিকান্ত দাসের (Shaktikanta Das) নেতৃত্বাধীন আরবিআইয়ের ছয় সদস্যের মনিটারি পলিসি কমিটি ঋণনীতি ঘোষণা করেছে। বাজেটের পর এই প্রথম মুদ্রানীতি ঘোষণা করল দেশের শীর্ষ ব্যাঙ্ক।

 

রেপো রেট অপরিবর্তিত। এই হারে কোনও বদল না ঘটিয়ে তা ৪ শতাংশ রাখা হয়েছে। রিভার্স রেপো রেটেও কোনও পরিবর্তন হয়নি। থাকছে ৩.৩৫ শতাংশই। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস আজ এ কথা জানিয়েছেন। মনিটারি পলিসি কমিটি মনে করছে, চলতি পরিস্থিতিতে বর্তমান নীতিই অপরিবর্তিত রাখা দরকার, যাতে অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারে।Reserve Bank of India- র মতে চলতি বছরে ভারতের আর্থিক বৃদ্ধির পরিমাণ দাঁড়াতে পারে ৭.৮%। যদিও বাস্তব বৃদ্ধির সম্ভাবনা প্রায় ৯.২%।

আরও পড়ুন: Mohan Bhagwat : ‘হিন্দুদের হিত মানেই, রাষ্ট্রের হিত’ : দাবি আরএসএস প্রধান মোহন ভাগবতের

২০২০ সালের ডিসেম্বর থেকে রেপো রেট এবং রিভার্স রেপো রেট, দুই হারই অপরিবর্তিত রয়েছে। এই নিয়ে দশম দফায় অপরিবর্তিত রাখা হল রেপো রেট ও রিভার্স রেপো রেট। অতিমারীর প্রথম পর্যায় থেকে কয়েক দফায় রেপো রেট এবং রিভার্স রেপো রেট মোট ১১৫ বেসিস পয়েন্ট কমিয়েছে আরবিআই (RBI)।

আরবিআই গভর্নর জানিয়েছেন, বিশ্বে করোনা অতিমারীর কারণে বহু চ্যালেঞ্জই সামনে এসেছে। ভারতের সামনেও অনেক চ্যালেঞ্জ এসেছে, যেগুলির মোকাবিলায় আরবিআই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণের চেষ্টা করেছে। শক্তিকান্ত দাস বলেন, “ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের অনুমান অনুসারে বিশ্বের প্রধান অর্থনীতিগুলির মধ্যে ভারত সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পেতে চলেছে।” এই ঋণনীতি অনুসারে, গৃহ ও গাড়ির ঋণে কোনও ছাড় পাচ্ছে না জনসাধারণ।

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...