বৃহস্পতিবার উত্তরপ্রদেশে প্রথম দফা দিয়ে পাঁচ রাজ্যে বিধানসভা ভোট শুরু হয়ে গেল। বিধানসভা ভোট হবে উত্তর-পূর্বের ছোট রাজ্য মণিপুরেও। তবে পূর্বঘোষিত ভোটের দিন বদল হল মণিপুরে। দু’টি পর্বেই এই রাজ্যে ভোট হবে। নতুন ভোটের দিন হয়েছে ২৮ ফেব্রুয়ারি ও ৫ মার্চ।
আরও পড়ুন:মুকুল বিজেপি নাকি তৃণমূল? আজ বিধানসভায় ফয়সালা জানাবেন অধ্যক্ষ
এর আগে নির্বাচন কমিশনের নির্ঘন্ট অনুসারে প্রথম দফার ভোট হওয়ার কথা ছিল ২৭ ফেব্রুয়ারি ও শেষ দফার ভোটের দিন ছিল ৩ মার্চ। প্রথম দফার ভোট রবিবার পড়ায় সেই দিন পরিবর্তনের আর্জি জানিয়েছিল স্থানীয় খ্রিষ্টান সংগঠন। তাদের সেই অনুরোধ মেনে নতুন দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। ফল ঘোষণা ১০ মার্চ।