Saturday, May 3, 2025

বিধাননগরে উৎসবের মেজাজে ভোট, বুথ পরিদর্শন করে বললেন অদিতি মুন্সি

Date:

সকাল থেকেই বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণভাবে ভোটদান পর্ব চলছে রাজ্যের চার পুরনিগমে। বিধাননগর, রাজারহাট-নিউটাউন এবং রাজারহাট-গোপালপুর, এই তিন বিধানসভার ৪১ ওয়ার্ডে নিয়ে বিধাননগর কর্পোরেশন। যার মধ্যে আছে রাজারহাট-গোপালপুর বিধানসভার অন্তর্গত রয়েছে ১৬ টি ওয়ার্ড।নিজের বিধানসভা এলাকা রাজারহাট-গোপালপুরের প্রায় প্রতিটি ওয়ার্ডের সমস্ত বুথেই সকাল থেকে ঘুরপাক খেলেন স্থানীয় বিধায়ক তথা সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি (Aditi Munshi)। তাঁর বিধানসভার অন্তর্গত ৬ নম্বর ওয়ার্ডের এবার তৃণমূল থেকে দাঁড়িয়েছে বিধাননগরের সর্বকনিষ্ঠ প্রার্থী সম্রাট বড়ুয়া, যিনি এলাকায় রাখাল বলে পরিচিতি। ৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী হয়েছেন তৃণমূলের জনপ্রিয় যুবনেতা দেবরাজ চক্রবর্তী, ৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী হয়েছেন প্রাক্তন ফুটবলার সমরেশ (চিন্টু) চক্রবর্তী, ১৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী পাপিয়া সরকার, ১৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী ইন্দ্রনাথ (বুল্টি) বাগুই সহ দলীয় প্রার্থীদের সঙ্গে ওয়ার্ডে ওয়ার্ডে বিভিন্ন বুথে ঘুরলেন অদিতি মুন্সি।

এরপর বিশ্ববাংলা সংবাদের মুখোমুখি হয়ে অদিতি মুন্সি (Aditi Munshi) বলেন, “এবার শীতের মরশুমে ভোট হচ্ছে। রোদ ঝলমলে মনোরম আবহাওয়াতে মানুষ উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন। সকাল থেকেই বিভিন্ন বুথে ঘুরে দেখছি ভোটারদের লম্বা লাইন। এটা গণতন্ত্রের উৎসব।”

আরও পড়ুন: “স্ত্রীকে ছাড়া প্রথমবার এলাম একা”, ভোট দিতে এসে অশোক ভট্টাচার্যের চোখে জল

এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না, ছাপ্পা, ভুয়ো ভোটার, শাসকের চোখরাঙানি সহ একদিকে অভিযোগ সকাল থেকেই বিরোধীদের পক্ষ থেকে করা হয়েছে। এ প্রসঙ্গে অদিতি মুন্সি বলে, “এমন অভিযোগ আমি শুনিনি। আমার বিধানসভার অন্তর্গত ওয়ার্ডগুলিতে অন্তত এমন ঘটনা আমি ঘটতে দেখিনি। আর যদি কিছু ঘটে থাকে সেটা নিশ্চয়ই প্রশাসন দেখবে। তৃণমূলের জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নই যথেষ্ট, কোনও অসৎ উপায় অবলম্বন করার দরকার পড়ে না।”

 

 

Related articles

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...

শিশু নির্যাতনে আইন মেনে শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক, কড়া চিঠি স্বাস্থ্যভবনের

যৌন-নিগ্রহের শিকার হওয়ার শিশু ও নাবালকদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পকসো আইন মেনে পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (The...
Exit mobile version