Thursday, November 6, 2025

ও সেয়ানা পাগল, সোম-বুধ-শুক্র বিজেপি করে: মুকুলকে ফের তোপ কুণালের

Date:

মুকুল মামলায় শুক্রবার বিধানসভার(Assembly) অধ্যক্ষ জানিয়ে দিয়েছেন, মুকুল রায়(Mukul Roy) দলবদল করেনি। বিধানসভার সিদ্ধান্তের পর বিকেলে মুকুলের গ্ৰেফতারির দাবিতে সরব হয়েছিলেন তৃণমূলের(TMC) রাজ্য সাধারন সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)। এর ২৪ ঘন্টা যেতে না যেতেই শনিবার বিকেলে ফের মুকুলকে বেনজির আক্রমণ করলেন কুণাল। ঝাঁজালো সুরে তিনি জানিয়ে দিলেন, মুকুল সেয়ানা পাগল।

এদিন মুকুল রায় প্রসঙ্গে কুণাল ঘোষ সংবাদমাধ্যমকে বলেন, “মুকুল রায় চূড়ান্ত কুৎসা করেছেন দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সোম, বুধ, শুক্র বিজেপি করেছে। ও একটি সেয়ানা পাগল। শৃঙ্খলাবদ্ধ সৈনিকের মতো মুখে সেলোটেপ লাগিয়ে বসেছি। আমি তৃণমূলের বিরুদ্ধে কিছু বলছি না।” এখানেই না থেমে তিনি আরও যোগ করেন, “আমি মনে করি মুকুল রায়কে সারদা-নারদা মামলায় গ্রেফতার করে তদন্ত হোক। আদালত যেতে হয়নি মাঝে৷ এখন যেতে হচ্ছে। আমি আদালতে মামলা মাথা উঁচু করে লড়ছি। আমার রাগ হয়েছে। আমি তাই সিবিআই, ইডিকে বলেছি চিঠি দিয়ে। ও তো বিজেপি৷ উনি বিভ্রান্ত করছেন। উনি বিজেপি বিরোধিতা করেননি।”

আরও পড়ুন:বিধাননগরে উৎসবের মেজাজে ভোট, বুথ পরিদর্শন করে বললেন অদিতি মুন্সি

উল্লেখ্য, শুক্রবার বিকেলে মুকুল রায়কে কার্যত তুলোধোনা করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। টুইটারে তিনি লেখেন, “ইডি ও সিবিআইয়ের উচিত সারোদা-নারোদা মামলায় মুকুল রায়কে গ্রেফতার করা। আমার মুখোমুখি বসিয়ে মুকুল রায়কে জেরা করার জন্য ইতিমধ্যেই আমি তদন্তকারী সংস্থাকে চিঠি পাঠিয়েছি। উনি নিজেকে বাঁচাতে একের পর এক দল পরিবর্তন করেন।” শুক্রবার মুকুলকে একদফা আক্রমণের পর এদিন ফের সরব হলেন কুণাল।

Related articles

KIFF: কেউ নস্টালজিক, কারোর নজরে বিশ্বের সিনেমা – চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে খোশমেজাজে তারকারা

অপেক্ষার অবসানে শুরু হল ৩১-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫ (31st Kolkata International Film Festival)। বৃহস্পতিবার আলিপুরের ধনধান্য...

কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে ঋত্বিক-উত্তম স্মরণ সৌরভের

ক্রিকেটের ২২ গজ হোক বা আন্তর্জাতিক চলচ্চিত্র উতসবের মঞ্চ সর্বত্রই সাবলীল সৌরভ গঙ্গোপাধ্যায়sourav ganguly)। বৃহসস্পতিবার সিনেমা জগতের তারকাদের...

SSC-র একাদশ-দ্বাদশের ফলপ্রকাশ শুক্রবার, রাত ৮ টার পরে কমিশনের ওয়েবসাইটে রেজাল্ট 

শুক্রবার প্রকাশিত হতে চলেছে এসএসসির একাদশ ও দ্বাদশ শ্রেণির ফলাফল। রাত আটটার পরে কমিশনের ওয়েবসাইটে ফলাফল দেখতে পাবেন...

সুন্দর জয়ের মধ্যেও চিন্তার কারণ ব্যাটিং, সিরিজে এগিয়ে গেল ভারত

চতুর্থ টি২০(T20) ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৮ রানে জিতল ভারত(India)। সিরিজে ২-১ ফলে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। শেষ টি২০...
Exit mobile version