Sunday, May 4, 2025

দেশ জুড়ে তোলপাড় হিজাব বিতর্ক (Hijab Controversy)। এর মাঝেই ইন্ধন জোগালেন কেরলের রাজ্যপাল (Governor of Kerala)। শনিবার সংবাদমাধ্যমকে দেওয়া তাঁর এক সাক্ষাৎকারে হিজাব নিয়ে মন্তব্য করে নতুন বিতর্ক তৈরি করলেন আরিফ মহম্মদ খান( Arif Mohammad Khan)। তিনি বলেন, শিখ ধর্মে পাগড়ির মতো হিজাব ইসলাম ধর্মের অঙ্গ নয়।

সম্প্রতি কর্নাটকে (Karnataka) হিজাব পরে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের উপর নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে বারবার অশান্ত হয়ে উঠেছে কলেজ ক্যাম্পাস, উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। এরপর শনিবার কেরলের রাজ্যপাল(Governor of Kerala) কোরানের প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন, হিজাব (Hijab) ইসলাম ধর্মের অঙ্গ নয়।

প্রসঙ্গত গত কয়েকদিন ধরেই হিজাব বিতর্ক সংবাদের শিরোনামে উঠে এসেছে। হিজাব পরে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের উপর নিষেধাজ্ঞার পাল্টা জবাব দিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন। তাঁরা গেরুয়া ওড়না পরে মাঠেও নেমেছেন। এরপর থেকেই বিতর্ক আরো জোরালো হয়েছে। বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন। শনিবার এক সাক্ষাৎকারে কেরলের রাজ্যপাল বলেন, ‘‘হিজাব ইসলামের অঙ্গ নয়। কোরানেও হিজাবের উল্লেখ রয়েছে মাত্র সাত বার। এর সঙ্গে মহিলাদের পোশাকের কোনও সম্পর্ক নেই। এটি ‘পর্দার’ সঙ্গে সম্পর্কিত। যায় অর্থ আপনি যখন কথা বলবেন, তার মাঝে একটি ‘পর্দা’ থাকা উচিত।’’

উল্লেখ্য, এই হিজাব বিতর্কে বারবার উঠে এসেছে শিখদের পাগড়ি পরার বিষয়টিও। আরিফ মহম্মদ খান অবশ্য এই যুক্তি মানতে নারাজ। তাঁর মতে পাগড়ি হল শিখদের ধর্মের অঙ্গ। কিন্তু হিজাব ইসলাম ধর্মের অত্যাবশকীয় অঙ্গ নয়। তাহলে কি এই ইস্যু উদ্দেশ্য প্রণোদিত ? মুসলিম নারীদের অগ্রগতিকে স্তব্ধ করে দেওয়ার ভয়ংকর ষড়যন্ত্র? কেরলের রাজ্যপাল এ প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও তাঁর বক্তব্যে সেরকমই ইঙ্গিত পাওয়া যায়।

 

 

 

Related articles

অবশ্যই যেতে হবে: দিলীপের পথে জগন্নাথ মন্দিরের প্রশংসায় আরও এক বিজেপি সাংসদ

বাংলায় জগন্নাথ মন্দির (Jagannath Temple) প্রতিষ্ঠা নিয়ে রাজনীতির খেলায় বঙ্গ বিজেপি। দিলীপ ঘোষের সেই মন্দির প্রতিষ্ঠায় যাওয়া নিয়েও...

মোদির অচ্ছে দিন! মানবাধিকারের প্রশ্নে রাষ্ট্রসঙ্ঘে মুখ পুড়ছে ভারতের

মোদির(Narendra Modi) আচ্ছে দিনে বিশ্বমঞ্চে চরম লজ্জার সম্মুখীন ভারত(India)। স্বাধীনতার পর এই প্রথমবার ভারতের আন্তর্জাতিক মান পতনের মুখে...

সাসপেন্ড সামসেরগঞ্জ থানার অপসারিত ওসি-সহ ২ পুলিশ আধিকারিক

মুর্শিদাবাদের ওয়াকফ বিরোধী (Protest against WAQF ammendment act) অশান্তির সময়ে সামসেরগঞ্জ থানার তৎকালীন ওসি শিবপ্রসাদ ঘোষ (Shiboprasad Ghosh)...

জেল থেকে সেনার তথ্য পাকিস্তানে পাচার! পঞ্জাবে গ্রেফতার ২ চর

ভারতীয় সেনার গোয়েন্দা ব্যর্থতা পহেলগাম হামলায় (Pahalgan attack) যেভাবে প্রকাশ্যে এসেছে তাতে নিরাপত্তা নিয়ে কার্যত রাতের ঘুম উড়েছে...
Exit mobile version