Saturday, August 23, 2025

দ্বিতীয় দিনেও শুরু হল আইপিলের নিলাম। সকাল ৯টার মধ্যে আইপিএল দলগুলি এক্সেলেরেটেড অকশনের জন্য নিজেদের পছন্দের ২০ জন করে ক্রিকেটারের নাম জমা দিয়েছে বিসিসিআইয়ে। প্রথম দিনে ৬০০ জনের তালিকার ১ থেকে ৯৭ পর্যন্ত ক্রিকেটারদের নিলামে তোলা হয়েছে আলাদা আলাদা সেটে ভাগ করে। দ্বিতীয় দিনে ৯৮ থেকে ১৬১ নম্বর ক্রিকেটাদের আলাদা আলাদা সেটে ভাগ করে নিলামে তোলা হবে। তার পরে ১৬২ থেকে ৬০০ নম্বর ক্রিকেটারদের জন্য ব্যবস্থা করা হবে দ্রুত নিলামের। সেখানে প্রথম দিনে অবিক্রিত থাকা ক্রিকেটারদেরও ফিরিয়ে আনা যাবে।
আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজি প্রাথমিকভাবে কয়েকজন মূল ক্রিকেটারকে নিলামেই আগে দলে নেওয়ার সুযোগ পেয়েছে। নিলামের প্রথম দিনে তারকা ক্রিকেটারদের নিয়ে টানাটানি চলে বিস্তর। চমকে দেন বেশ কয়েকজন অখ্যাত তারকাও। আপাতত নিলামের প্রথম দিনের শেষে কার্যত অর্ধেক স্কোয়াড গড়ে নিয়েছে সব দল। দ্বিতীয় দিনে ১০টি দলকেই সম্পূর্ণ করতে হবে তাদের স্কোয়াড। রবিবার নিঃসন্দেহে ক্রিকেটবিশ্বের নজর থাকবে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের মেগা নিলামের দিকে।

১ কোটি টাকায় রহাণেকে তুলে নিল কলকাতা।
মনদীপ সিংহ দিল্লিতে।১.১ কোটি টাকায় তাঁকে কিনল দিল্লি ক্যাপিটালস।

লিভিংস্টোন পাঞ্জাবে।লড়াই চলছিল কলকাতা এবং চেন্নাইয়ের মধ্যে। পরে যোগ দেয় পঞ্জাব এবং গুজরাত। শেষ পর্যন্ত ১১.৫ কোটিতে পাঞ্জাবে যোগ দিলেন।
ডমিনিক ড্রেকস গুজরাতে।১ কোটি ১০ লক্ষ টাকায় ডমিনিক ড্রেকসকে কিনল গুজরাত টাইটান্স।
জয়ন্ত গুজরাতে।১ কোটি ৭০ লক্ষে তাঁকে কিনল গুজরাত টাইটান্স।
বিজয় গুজরাতে।১ কোটি ৪০ লক্ষে গুজরাত টাইটান্সে বিজয় শঙ্কর।

এইডেন মারক্রামকে ২.৬ কোটি টাকায় কিনে নিল হায়দ্রাবাদ।
আজিঙ্ক্য রাহানেকে ১ কোটি টাকায় কিনল কেকেআর।
দাওয়িদ মালান নিলামে অবিক্রিত থাকলেন।
ওইন মরগ্যান নিলামে অবিক্রিত থাকলেন।
অ্যারন ফিঞ্চ নিলামে অবিক্রিত থাকলেন।
চেতেশের পূজারা নিলামে অবিক্রিত থাকলেন।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version