Thursday, December 18, 2025

IPL: দ্বিতীয় দিনের আইপিলের নিলাম শুরু , নজরে কেকেআর-মুম্বই

Date:

Share post:

দ্বিতীয় দিনেও শুরু হল আইপিলের নিলাম। সকাল ৯টার মধ্যে আইপিএল দলগুলি এক্সেলেরেটেড অকশনের জন্য নিজেদের পছন্দের ২০ জন করে ক্রিকেটারের নাম জমা দিয়েছে বিসিসিআইয়ে। প্রথম দিনে ৬০০ জনের তালিকার ১ থেকে ৯৭ পর্যন্ত ক্রিকেটারদের নিলামে তোলা হয়েছে আলাদা আলাদা সেটে ভাগ করে। দ্বিতীয় দিনে ৯৮ থেকে ১৬১ নম্বর ক্রিকেটাদের আলাদা আলাদা সেটে ভাগ করে নিলামে তোলা হবে। তার পরে ১৬২ থেকে ৬০০ নম্বর ক্রিকেটারদের জন্য ব্যবস্থা করা হবে দ্রুত নিলামের। সেখানে প্রথম দিনে অবিক্রিত থাকা ক্রিকেটারদেরও ফিরিয়ে আনা যাবে।
আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজি প্রাথমিকভাবে কয়েকজন মূল ক্রিকেটারকে নিলামেই আগে দলে নেওয়ার সুযোগ পেয়েছে। নিলামের প্রথম দিনে তারকা ক্রিকেটারদের নিয়ে টানাটানি চলে বিস্তর। চমকে দেন বেশ কয়েকজন অখ্যাত তারকাও। আপাতত নিলামের প্রথম দিনের শেষে কার্যত অর্ধেক স্কোয়াড গড়ে নিয়েছে সব দল। দ্বিতীয় দিনে ১০টি দলকেই সম্পূর্ণ করতে হবে তাদের স্কোয়াড। রবিবার নিঃসন্দেহে ক্রিকেটবিশ্বের নজর থাকবে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের মেগা নিলামের দিকে।

১ কোটি টাকায় রহাণেকে তুলে নিল কলকাতা।
মনদীপ সিংহ দিল্লিতে।১.১ কোটি টাকায় তাঁকে কিনল দিল্লি ক্যাপিটালস।

লিভিংস্টোন পাঞ্জাবে।লড়াই চলছিল কলকাতা এবং চেন্নাইয়ের মধ্যে। পরে যোগ দেয় পঞ্জাব এবং গুজরাত। শেষ পর্যন্ত ১১.৫ কোটিতে পাঞ্জাবে যোগ দিলেন।
ডমিনিক ড্রেকস গুজরাতে।১ কোটি ১০ লক্ষ টাকায় ডমিনিক ড্রেকসকে কিনল গুজরাত টাইটান্স।
জয়ন্ত গুজরাতে।১ কোটি ৭০ লক্ষে তাঁকে কিনল গুজরাত টাইটান্স।
বিজয় গুজরাতে।১ কোটি ৪০ লক্ষে গুজরাত টাইটান্সে বিজয় শঙ্কর।

এইডেন মারক্রামকে ২.৬ কোটি টাকায় কিনে নিল হায়দ্রাবাদ।
আজিঙ্ক্য রাহানেকে ১ কোটি টাকায় কিনল কেকেআর।
দাওয়িদ মালান নিলামে অবিক্রিত থাকলেন।
ওইন মরগ্যান নিলামে অবিক্রিত থাকলেন।
অ্যারন ফিঞ্চ নিলামে অবিক্রিত থাকলেন।
চেতেশের পূজারা নিলামে অবিক্রিত থাকলেন।

spot_img

Related articles

শতবর্ষে প্রয়াত স্ট্যাচু অফ ইউনিটির ডিজাইনার রাম সুতার, সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

প্রয়াত বর্ষীয়ান ভাস্কর রাম ভানজি সুতার (Ram V Sutar)। মৃত্যুকালে বয়স হয়েছিল ১০০ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত...

SSC-র ‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট

স্কুল সার্ভিস কমিশনের (SSC) ‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ৩১ অগাস্ট পর্যন্ত চাকরি করতে...

মেসি কাণ্ড: রাজ্যের আর্জি মেনে পিছিয়ে গেল শুনানি, রিপোর্ট তলব হাইকোর্টের

যুবভারতীতে মেসি(Messi) বিশৃঙ্খলা কাণ্ডে বল গড়িয়েছে আদালতেও। গত ১৩ ডিসেম্বর যুবভারতীতে মেসি ইভেন্টে বেনজির বিশৃঙ্খলা হয়েছে। তার জেরে ...

সেজে উঠেছে পার্ক স্ট্রিট, বিকেলেই ক্রিসমাস উৎসবে সূচনায় মুখ্যমন্ত্রী

দুপুরে শিল্প সম্মেলন, বিকেলে বড়দিনের উৎসবের সূচনা, বৃহস্পতিবার একগুচ্ছ কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বিজনেস কনক্লেভের আবহে...