Weather Update: রবিবার  ভরপুর শীতের আমেজ থাকবে গোটা বঙ্গ জুড়ে

রবিবার সারাদিন ভরপুর শীতের আমেজ (weather winter) থাকবে গোটা বঙ্গ জুড়ে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে । শুষ্ক, ঝলমলে আবহাওয়া । নতুন করে তাপমাত্রার পারদ নামার বা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রায় নেই । তাই সারাদিন ধরেই শীতের আমেজ থাকবে । এইরকম মনোরম আবহাওয়া আগামী তিন দিন অর্থাৎ সোম -মঙ্গল -বুধ বজায় থাকতে পারে গোটা রাজ্যজুড়েই।

আবহাওয়াবিদদের মতে এটা কার্যত এ বছরের মত শীতের শেষ সপ্তাহ চলছে। শীতের বিদায় পর্ব শুরু হয়ে গিয়েছে বলাই যায়।

বুধবার থেকে তাপমাত্রায় বড় হেরফের হতে পারে । বুধবার থেকে ফের ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। দিন ও রাত দুই তাপমাত্রাই বাড়বে। ফলে শীতের আমেজ আর অনুভূত হবে না। তবে সোমবারের পর থেকেই সকালে সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীত কার্যত উধাও হবে।

 

Previous articleVidyasagar Setu : রবিবার সকাল ৮টা থেকে ৬ ঘণ্টার জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু 
Next articleFire : নারকেলডাঙ্গা নর্থ রোডে সিলিন্ডার ফেটে আগুন , অগ্নিদগ্ধ কিশোরী , আহত ২