Thursday, November 13, 2025

হিজাব না পরার কারণেই দেশে ধর্ষণের বাড়বাড়ন্ত: বিতর্কিত মন্তব্য কংগ্রেস বিধায়কের

Date:

দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে কর্নাটকের(Karnatak) হিজাব বিতর্কের আঁচ। গোটা ঘটনায় রীতিমতো উত্তাল দক্ষিণের এই রাজ্য। এহেন পরিস্থিতির মাঝেই বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে এলেন কর্নাটকের কংগ্রেস(Congress) বিধায়ক জমির আহমেদ(Jamir Ahamed)। তাঁর দাবি, ভারতের বেশিরভাগ মহিলারা যেহেতু হিজাব পড়ে না তাই দেশে ধর্ষণের হার সবচেয়ে বেশি। বিধায়কের এহেন মন্তব্যের জেরে স্বাভাবিকভাবেই বিতর্ক চরম আকার নিয়েছে।

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে রবিবার ওই কংগ্রেস বিধায়ক জমির আহমেদ বলেন, “ইসলাম ধর্মে হিজাব মানে পর্দা। একটা বয়সের পর মেয়েদের সৌন্দর্য লুকিয়ে রাখতে হিজাব ব্যবহার করা হয়।” পাশাপাশি তার আরও দাবি, “ভারতের বেশিরভাগ মহিলা হিজাব পরেন না, যার জন্য ভারতে ধর্ষণের হার সবচেয়ে বেশি।” এর সঙ্গে তিনি আরও যোগ করেন, “হিজাব পরা বাধ্যতামূলক নয়। তবে যাঁরা নিজেদের রক্ষা করতে চান, তাঁরা হিজাব পরেন। যে মহিলা নিজের সৌন্দর্য দেখাতে চান না তিনি হিজাব পরেন। এটা বহু পুরনো রীতি।”

আরও পড়ুন:Ashok Bhattacharyya:হারলেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য

উল্লেখ্য, হিজাব বিতর্কে গত কয়েকদিন ধরে রীতিমতো উত্তাল কর্নাটক। মামলা গড়িয়েছে আদালত পর্যন্ত। শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা যাবে না কর্তৃপক্ষের তরফে এমন নোটিশ দেওয়ার পর সমস্যার সূত্রপাত শুরু হয়। উদুপি-র সরকারি কলেজে ৬ ছাত্রী এ নিয়ে প্রথম আন্দোলন শুরু করেন। এরপর কর্নাটকের স্কুল-কলেজগুলোতে ছড়িয়ে পড়ে আন্দোলন।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version