Carona: রাজ্যে করোনা বিধিনিষেধের মেয়াদ আরও বাড়ল

রাজ্যে করোনা বিধিনিষেধের মেয়াদ আরও বাড়ল। নবান্নর তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিধিনিষেধ বাড়ানো হয়েছে৷ তবে করোনা সংক্রমণ কমে যাওয়ায় বেশ কিছু ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করা হয়েছে৷ রাত ১১টার পরিবর্তে ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি থাকছে৷ একই সঙ্গে খুলছে প্রাইমারি, আপার প্রাইমারি স্কুল এবং অঙ্গনওয়ারি কেন্দ্র। তবে এজন্য আলাদা ভাবে করোনা বিধি জারি করা হবে।

এবার প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল৷ এই নির্দেশিকা রাজ্যের সমস্ত জেলা প্রশাসনকে পাঠানো হয়েছে।

প্রাইমারি এবং আপার প্রাইমারি স্কুলগুলির জন্য কোভিড বিধি চালু করা হবে। শিক্ষা দফতর এই বিষয়ে বিস্তারিত জানাবে। সূত্রের খবর, স্কুলে প্রবেশের সময় ছাত্রছাত্রীদের থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা রাখা হচ্ছে। হাতে দেওয়া হবে স্যানিটাইজার। শ্রেণিকক্ষগুলিকে পরিষ্কার করা হবে। ক্লাসে মাস্ক পরে থাকা বাধ্যতামূলক করা হচ্ছে। বিদ্যালয় তরফে সাবান ও পর্যাপ্ত জলের ব্যবস্থা রাখা হবে।

আরও পড়ুন- ডাম্পারের ধাক্কায় মৃত্যুকে ঘিরে রণক্ষেত্র আমতা, স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষ

Previous articleডাম্পারের ধাক্কায় মৃত্যুকে ঘিরে রণক্ষেত্র আমতা, স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষ
Next articleফের বড়সড় পতন শেয়ারবাজারে, একধাক্কায় ১৭৪৭ পয়েন্ট নামল সেনসেক্স