ফের বড়সড় পতন শেয়ারবাজারে, একধাক্কায় ১৭৪৭ পয়েন্ট নামল সেনসেক্স

🔹সেনসেক্স ৫৬,৪০৫.৮৪ (⬇️ -৩.০০%)

🔹নিফটি ১৬,৮৪২.৮০ (⬇️ -৩.০৬%)

দেশজুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও অর্থনীতিকে আশার আলো দেখিয়ে ৬১ হাজারের গণ্ডি পার করেছিল শেয়ারবাজার। তবে সে সুখের সময় দীর্ঘস্থায়ী হয়নি। লাগাতার ধাক্কার খেয়ে বাজেট ঘোষণার পর বাজার কিছুটা সুখের মুখ দেখলেও এদিন রেকর্ড ধাক্কা খেলো শেয়ারবাজার। সোমবার বাজার খোলার পর হুড়মুড়িয়ে নামে বাজার। দিনের শেষে ১৭৪৭ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক। ৫৩১ পয়েন্ট নেমেছে নিফটিরও। যদিও এই পরিস্থিতি সামলে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -১৭৪৭.০৮ পয়েন্ট বা -৩.০০ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫৬,৪০৫.৮৪। এনএসই নিফটি (NSE Nifty) -৫৩১.৯৫ পয়েন্ট বা -৩.০৬ শতাংশ নেমে হয়েছে ১৬,৮৪২.৮০। যদিও লাগাতার ধাক্কা খাওয়া বাজার বাজেট ঘোষণার পর ফের ঊর্ধ্বমুখী হবে বলে আশা করা হচ্ছে।

Previous articleCarona: রাজ্যে করোনা বিধিনিষেধের মেয়াদ আরও বাড়ল
Next articleEden: ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ ম‍্যাচে দর্শক প্রবেশের অনুমতি চেয়ে ফের বিসিসিআইকে অনুরোধ সিএবির