Thursday, December 18, 2025

Goutam Dev-Siliguri :  বৃত্ত সম্পূর্ণ হলো, দিদির উন্নয়নের স্বপ্নকে নিয়ে এগিয়ে যাব : গৌতম দেব

Date:

Share post:

শিলিগুড়ি পুরনিগমের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। ৩৩ নম্বর ওয়ার্ড থেকে তিন হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই গৌতম দেবকে শিলিগুড়ির পরবর্তী মেয়র হিসেবে ঘোষণা করে দিয়েছেন। এই বিপুল জয়ের পর গৌতম দেব জানালেন, একটা বৃত্ত সম্পূর্ণ হল। সারা রাজ্যে নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নের ধারা বয়ে গেলেও শিলিগুড়িতে কেন তা হচ্ছে না তা নিয়ে একটা খারাপ লাগা ছিল। শিলিগুড়িতে জয় কেন অধরা তা নিয়ে একটা চিন্তা ছিল । কিন্তু এবার বৃত্ত সম্পূর্ণ হল। মমতাদি আমার জীবনের আদর্শ । আমার ধ্রুবতারা। শিলিগুড়ির উন্নয়ন নিয়ে দিদির স্বপ্নকেই আমি পূরণ করতে চাই।

শিলিগুড়ির মানুষের উন্নয়নের জন্য প্রচুর কাজ করতে হবে। প্রথমেই যেগুলো করা দরকার: যেমন পানীয় জলের ব্যবস্থা করা। প্রত্যেক বাসিন্দার জন্য বিশুদ্ধ পানীয় জলের বন্দোবস্ত করতে হবে।

 

যে সকল মানুষের পায়ের তলায় মাটি নেই, মাথার উপরে ছাদ নেই তাদের সঠিক আশ্রয়ের ব্যবস্থা করতে হবে।

শিলিগুড়ির নিকাশি ব্যবস্থার সুবন্দোবস্ত করতে হবে । এখানকার নিকাশি ব্যবস্থা মোটেই ভালো নয় । এটা এখানকার বাসিন্দাদের দীর্ঘদিনের সমস্যা । সে দিকে আমাদের নজর থাকবে।

 

 

ট্রাফিক এখানে আর একটা বড় সমস্যা। যানবাহনের গতি বাড়াতে হবে । রাস্তাঘাটের উন্নয়ন করতে হবে।

সবমিলিয়ে শিলিগুড়িকে একটি প্রাণবন্ত শহর তৈরি করতে হবে সে যাতে আবার তার প্রাণ ফিরে পায় সেই ব্যবস্থা করতে হবে। শিলিগুড়ির মানুষের কাছে জানতে চাইব তাদের আর কী কী সমস্যা আছে। তাদের আর কী কী দাবি আছে । তার জন্য যা যা করা প্রয়োজন, সকলের কথা শুনে সেসব কাজ করা হবে । একতরফা সিদ্ধান্তে নয় , শিলিগুড়ির উন্নয়ন হবে সকলের মতামতকে গুরুত্ব দিয়ে।

spot_img

Related articles

বাজেয়াপ্ত যুবভারতীর সিসিটিভি ফুটেজ, নজরে শতদ্রু ঘনিষ্ঠরা

যুবভারতীতে মেসি(Messi) ইভেন্ট চরম বিশৃঙ্খলায় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার গঠিত সিট(SIT)। যুবভারতীর (Yubha bharati) যাবতীয় সিসিটিভি ফুটেজ...

সিইও দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, শুক্রবার থেকেই মোতায়েন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী (central security force) মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে...

২৯ ডিসেম্বরেই দুর্গাঙ্গনের শিলান্যাস, ঘোষণা মুখ্যমন্ত্রীর

২৯ ডিসেম্বর শিলান্যাস হবে দুর্গাঙ্গনের (Durgangan)। বৃহস্পতিবার ধনধান্য প্রেক্ষাগৃহে শিল্প কনক্লেভে মঞ্চ থেকেই শিলান্যাস অনুষ্ঠানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...

মেদিনীপুর-বর্ধমান ম্যাচ ড্র, জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য হাওড়া-হুগলির

বেঙ্গল সুপার লিগের(Bengal Super League) ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল এফসি মেদিনীপুর এবং বর্ধমান ব্লাস্টার্স। দুই দলই জয়েই ফিরতে...