SUBHENDU ADHIKARI : আশুতোষ কলেজে ছাত্র বিক্ষোভের জেরে ফিরতে বাধ্য হলেন শুভেন্দু

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নাগালের মধ্যে পেয়ে ক্ষিপ্ত হয়ে উঠল কলেজের ছাত্ররা।পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে মেজাজ হারিয়ে ছাত্রদের দিকে রীতিমতো তেড়ে যান শুভেন্দু।
ঘটনার সুত্রপাত সোমবার দুপুরে।

আজ পুলওয়ামা ঘটনার তিন বছর পূর্তি উপলক্ষে আশুতোষ কলেজের সামনে শ্যামাপ্রসাদ অনুশীলন কেন্দ্রের পরিচালনায় শহিদ দিবস পালিত হচ্ছিল।সেই অনুষ্ঠানে যোগ দিতে আসেন শুভেন্দু অধিকারী।তাকে দেখতে পেয়েই ক্ষিপ্ত হয়ে ওঠেন কলেজের ছাত্ররা।‘গো-ব্যাক’ স্লোগান শুরু হয় শুভেন্দুর বিরুদ্ধে। এরপরই মেজাজ হারিয়ে গাড়ি থেকে নেমে ছাত্রদের দিকে তেড়ে যান শুভেন্দু।যার নিট ফল, আরও উত্তেজিত হয়ে ওঠে ছাত্ররা।

আরও পড়ুন- Goutam Dev-Siliguri :  বৃত্ত সম্পূর্ণ হলো, দিদির উন্নয়নের স্বপ্নকে নিয়ে এগিয়ে যাব : গৌতম দেব
বিরোধী দলনেতার এই বালখিল্যের মতো আচরণে হকচকিয়ে যান তার নিরাপত্তা রক্ষীরাও।পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার উপক্রম হলে, এরপর কোনও রকমে শুভেন্দুর নিরাপত্তা রক্ষীরা তাকে গাড়িতে পৌঁছে দেয়।শেষ পর্যন্ত অনুষ্ঠানস্থল ছেড়ে ফিরে যেতে বাধ্য হন শুভেন্দু অধিকারী।

Previous articleGoutam Dev-Siliguri :  বৃত্ত সম্পূর্ণ হলো, দিদির উন্নয়নের স্বপ্নকে নিয়ে এগিয়ে যাব : গৌতম দেব
Next articleWirddhiman Saha: গুজরাত টাইটান্স দলের অংশ হতেই ভিডিওতে বার্তা ঋদ্ধির