Saturday, August 23, 2025

Sc EastBengal: কেরলের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড

Date:

সোমবার আইএসএলের( ISL) পরবর্তী ম‍্যাচে খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল (SC EastBengal)। প্রতিপক্ষ কেরলা ব্লাস্টার্স এফসি( kerala blasters fc)। এই মুহুর্তে ১৬ ম‍্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দশম স্থানে লাল-হলুদ। কেরলা বিরুদ্ধে ঘুরে দাঁরাতে মরিয়া মারিও রিভেরার দল। আইএসএলের শেষ চারের লড়াই থেকে ছিটকে গিয়েছে দল। কিন্তু লিগে নিজেদের বাকি চার ম্যাচে সম্মানরক্ষার লড়াইয়ে নামবে এসসি ইস্টবেঙ্গল। নিজেদের হারানোর কিছু না থাকায় শেষ চারের লড়াইয়ে থাকা দলগুলোর পথের কাঁটা হতে চায় লাল-হলুদ ব্রিগেড।

সোমবার মারিও রিভেরার দলের প্রতিপক্ষ দারুণ ছন্দে থাকা কেরালা ব্লাস্টার্স। লিগ টেবলে পাঁচ নম্বরে থেকে শেষ চার নিশ্চিত করার লড়াইয়ে রয়েছে তারা। কেরলের মতো চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকা দলগুলিকে কার্যত হুঁশিয়ারি দিয়ে ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ মারিও বললেন, ‘‘লিগের উপরের দিকের দলগুলো এখন আমাদের বিরুদ্ধে খেলতে পছন্দ করে না। কারণ, আমাদের এখন হারানো কঠিন। আমি নিশ্চিত, বিপক্ষ দল সেটাই মনে করে। তাই কেরল ম্যাচ জেতা ছাড়া আর কিছু ভাবছি না। ওদের দলে ভারসাম্য আছে। তবু যে কোনও পরিস্থিতিতে প্রতিটি ম্যাচই আমরা জিততে চাই।’’

দলে নতুন করে চোট-আঘাত থাবা বসিয়েছে। অ্যান্তোনিও পেরোসেভিচ ও মার্সেলো রিবেইরার অল্প চোট রয়েছে। তবে দু’জনকে কেরলের বিরুদ্ধে পাবেন বলে আশা করছেন ইস্টবেঙ্গল কোচ। জ্যাকিচাঁদ সিং দীর্ঘদিন চোটের জন্য মাঠের বাইরে। মণিপুরী উইঙ্গারকেও কেরলের বিরুদ্ধে খেলাতে পারেন মারিও। চোট সারিয়ে ফিট স্প্যানিশ মিডফিল্ডার ফ্রান সোতা। লাল-হলুদ কোচ বললেন, ‘‘অনেকে ফিট। আবার কয়েকজন চোটের জন্য খেলতে পারবে না। তবে টানা বায়ো বাবলে থেকে মানসিক চাপে রয়েছে কয়েকজন। অনেক প্রতিকূলতার মধ্যেই আমাদের খেলতে হচ্ছে। তবু অজুহাত না দিয়ে আমরা সেরা ফুটবলটাই প্রতি ম্যাচে খেলতে চাইছি।’’

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version