Friday, November 7, 2025

Sc EastBengal: কেরলের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড

Date:

সোমবার আইএসএলের( ISL) পরবর্তী ম‍্যাচে খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল (SC EastBengal)। প্রতিপক্ষ কেরলা ব্লাস্টার্স এফসি( kerala blasters fc)। এই মুহুর্তে ১৬ ম‍্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দশম স্থানে লাল-হলুদ। কেরলা বিরুদ্ধে ঘুরে দাঁরাতে মরিয়া মারিও রিভেরার দল। আইএসএলের শেষ চারের লড়াই থেকে ছিটকে গিয়েছে দল। কিন্তু লিগে নিজেদের বাকি চার ম্যাচে সম্মানরক্ষার লড়াইয়ে নামবে এসসি ইস্টবেঙ্গল। নিজেদের হারানোর কিছু না থাকায় শেষ চারের লড়াইয়ে থাকা দলগুলোর পথের কাঁটা হতে চায় লাল-হলুদ ব্রিগেড।

সোমবার মারিও রিভেরার দলের প্রতিপক্ষ দারুণ ছন্দে থাকা কেরালা ব্লাস্টার্স। লিগ টেবলে পাঁচ নম্বরে থেকে শেষ চার নিশ্চিত করার লড়াইয়ে রয়েছে তারা। কেরলের মতো চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকা দলগুলিকে কার্যত হুঁশিয়ারি দিয়ে ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ মারিও বললেন, ‘‘লিগের উপরের দিকের দলগুলো এখন আমাদের বিরুদ্ধে খেলতে পছন্দ করে না। কারণ, আমাদের এখন হারানো কঠিন। আমি নিশ্চিত, বিপক্ষ দল সেটাই মনে করে। তাই কেরল ম্যাচ জেতা ছাড়া আর কিছু ভাবছি না। ওদের দলে ভারসাম্য আছে। তবু যে কোনও পরিস্থিতিতে প্রতিটি ম্যাচই আমরা জিততে চাই।’’

দলে নতুন করে চোট-আঘাত থাবা বসিয়েছে। অ্যান্তোনিও পেরোসেভিচ ও মার্সেলো রিবেইরার অল্প চোট রয়েছে। তবে দু’জনকে কেরলের বিরুদ্ধে পাবেন বলে আশা করছেন ইস্টবেঙ্গল কোচ। জ্যাকিচাঁদ সিং দীর্ঘদিন চোটের জন্য মাঠের বাইরে। মণিপুরী উইঙ্গারকেও কেরলের বিরুদ্ধে খেলাতে পারেন মারিও। চোট সারিয়ে ফিট স্প্যানিশ মিডফিল্ডার ফ্রান সোতা। লাল-হলুদ কোচ বললেন, ‘‘অনেকে ফিট। আবার কয়েকজন চোটের জন্য খেলতে পারবে না। তবে টানা বায়ো বাবলে থেকে মানসিক চাপে রয়েছে কয়েকজন। অনেক প্রতিকূলতার মধ্যেই আমাদের খেলতে হচ্ছে। তবু অজুহাত না দিয়ে আমরা সেরা ফুটবলটাই প্রতি ম্যাচে খেলতে চাইছি।’’

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version