India Team: ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজে রোহিতের ডেপুটি হলেন ঋষভ পন্থ

চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ভারতের একদিনের এবং টি-২০ দলের সহ-অধিনায়ক কে এল রাহুল। 

আসন্ন ভারত-ওয়েস্ট ইন্ডিজ ( India-West Indies) টি-২০ (T-20) সিরিজ রোহিত শর্মার ( Rohit Sharma) ডেপুটি হলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। এমনটাই জানান হল বিসিসিআইয়ের (BCCI) তরফ থেকে। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ভারতের একদিনের ও টি-২০ দলের সহ-অধিনায়ক লোকেশ রাহুল (KL Rahul)। সেই জায়গায় সহ-অধিনায়ক করা হল পন্থকে। ১৬ ফেব্রুয়ারি থেকে ইডেনে বসতে চলেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ তিন ম‍্যাচের টি-২০ ম‍্যাচের সিরিজ।

শুধু রাহুল নন, হ্যামস্ট্রিংয়ের চোটে কারণে টি-২০ সিরিজ থেকে গিয়েছেন ওয়াশিংটন সুন্দরও। তাঁর জায়গায় এলেন কুলদীপ যাদব। এই সিরিজে নেই অক্ষর প‍্যাটেলও। করোনা আক্রান্ত হওয়ার পরে সুস্থ হয়ে উঠেছেন। তবে এখনও পুরো ফিট নন তিনি। তাই তাঁকেও বিশ্রাম দেওয়া হয়েছে। রাহুলের জায়গায় টি-২০ সিরিজে রুতুরাজ গায়কোয়াড এবং অক্ষরের জায়গায় নেওয়া হয়েচে দীপক হুডাকে।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস