Tuesday, May 6, 2025

“বাংলার হিন্দুরা ভেজাল”, শুভেন্দুর কুরুচিকর মন্তব্যের বিরোধিতায় এবার FIR হিন্দু সংগঠনের

Date:

পূর্ব মেদিনীপুর নন্দীগ্রামে নিজের বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়ে চারগোলিয়াতে জয় শ্রীরাম সংঘের উদ্যোগে রামপুজা উদ্বোধন গিয়ে বিস্ফোরক ও ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ রাজ্যের হিন্দুদের একাংশকে “ভেজাল” “জালি” “৫০০ টাকায় বিক্রি হয়” বলে দাবি করেছিলেন।

বাঙালি হিন্দু ভাবাবেগে আঘাত করে বিজেপির তৎকাল নেতা শুভেন্দু বলেছিলেন, “উত্তরপ্রদেশে রাম মন্দির প্রতিষ্ঠা হবে। এ বিষয়ে কোনও প্রশ্ন নেই৷ সেখানে কোনও ভেজাল হিন্দু থাকে না। সেখানকার হিন্দু বিক্রি হয় না। এখানকার হিন্দুরা টাকায় বিক্রি হয়। আবার কেউ কেউ ৫০০ টাকার বিনিময় ভোট দিয়েছে।’’

তাঁর আরও দাবি ছিল, ‘‘সবাই নয়, বেশিরভাগ কিন্তু আমাকে ভোট দিয়েছ৷ এখানকার অনেক জালি হিন্দু রয়েছে।” তাঁর এমন মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন থেকে শুরু করে হিন্দুত্ববাদী নেতারা।

ভোটের লোভে বাঙালি হিন্দুদের অপমান করার জন্য সরাসরি শুভেন্দুর বিরুদ্ধে তোপ দেগে আলিপুরদুয়ার থানায় আগেই FIR করেছেন প্রাক্তন বিজেপি নেতা ও RSS-এর প্রাক্তন সদস্য বিশিষ্ট আইনজীবী ভাস্কর দে। তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত খবরের ফুটেজ আলিপুরদুয়ার থানায় তথ্যসহকারে জমা দিয়ে রাজ্যের বিরোধী দলনেতার দায়িত্বজ্ঞানহীন মন্তব্য ও হিন্দু ভাবাবেগে আঘাত করার জন্য উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন।

এবার সেই পথেই হেঁটে দক্ষিণ কলকাতার ভবানীপুর থানায় এ রাজ্যের হিন্দুদের অপমান করার জন্য শুভেন্দুর বিরুদ্ধে আরও একটি FIR দায়ের হল। এবার অভিযোগ করল অখিল ভারত হিন্দু মহাসভা। থানায় অভিযোগ করলেন সংগঠনের রাজ্য কার্যকরী সভাপতি চন্দ্রচূড় গোস্বামী। শুধু তাই নয়, এই হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে রাজ্যের বিরোধী দলনেতার এমন অপ্রীতিকর মন্তব্যের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। অবিলম্বে শুভেন্দু অধিকারী যেন বাংলার মানুষের কাছে ক্ষমা চান, এননই দাবি তুলেছে অখিল ভারত হিন্দু মহাসভা। যা নিয়ে বুধবার সংগঠনের পক্ষ থেকে বিজেপি নেতা শুভেন্দুর বিরুদ্ধে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে দক্ষিণ কলকাতার এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির কাছে।

হিন্দু বিরোধী মন্তব্যের জন্য এই সংগঠন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তীব্র বিরোধিতা করে বলছে, “ওহে শুভেন্দু বাবু, কান খুলে শুনে রাখুন সেকুলার বামপন্থীদের হিন্দু ভাবা তো দূরের কথা, আমরা ওদের দেশদ্রোহী মানি। কাজেই ওদের কথা এখানে আসছে না। বাঙালি হিন্দুরা জালি, ৫০০ টাকায় বিক্রি হয় এটা বলার আপনি কে? বিজেপিকে ভোট না দিলেই জালি? এই রকম বিতর্কিত কথা বলে কাকে আপনি সুবিধে করে দিচ্ছেন? আপনি যখন অন্য দলে ছিলেন তখন জালি ভোটে জিততেন ? এভাবে হিন্দুদের মধ্যে বিভাজন করার চক্রান্ত করবেন না। তিন দিনের বৈরাগী হয়ে ভাতকে অন্ন বলছেন ? তুমি মহারাজ সাধু হলে আজ ? Ready থাকো শুভেন্দু বাবু, পথেই এবার দেখা হবে। নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির সামনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছি। হিন্দুদের মধ্যে কোনও বিভাজন মানছি না।”

আরও পড়ুন- ‘অপূরণীয় ক্ষতি’, সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ অজয়-ঊষা-হৈমন্তীর

 

Related articles

আগামী দু-সপ্তাহ ভাঙা যাবে না এলগিন রোডের তিনটি ছাদ রেস্তরাঁ! পুরসভাকে নির্দেশ হাইকোর্টের

ম্যাগমা হাউসের পর এবার এলগিন রোডের তিনটি জনপ্রিয় ছাদ রেস্তরাঁ— ‘ড্রাঙ্কেন টেডি’, ‘রোমানিয়া’ ও ‘স্ক্র্যাপ ইয়ার্ড’-এর ভাঙার উপর...

বাংলার বাড়ি প্রকল্পে বড় পদক্ষেপ, মে মাসেই দ্বিতীয় কিস্তি পাচ্ছেন ১২ লক্ষ উপভোক্তা

রাজ্য সরকারের ‘বাংলার বাড়ি’ প্রকল্পে আসছে উল্লেখযোগ্য অগ্রগতি। চলতি মে মাসেই এই প্রকল্পের ১২ লক্ষ উপভোক্তার হাতে পৌঁছে...

ধোনিকে নিয়ে চিন্তিত নয় নাইট শিবির, ব্যাটারদের নিয়ে আত্মবিশ্বাসী পন্ডিত

আইপিএলের(IPL) প্লেঅফের(Play Off) আশা জিইয়ে রাখতে হলে শেষ তিনটি ম্যাচেই জিততে হবে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। সেখানেই বুধবার চেন্নাই...

শবরীমালায় যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, পায়ে হেঁটে ওঠার সম্ভাবনা

ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে কেরালার শবরীমালা মন্দির (Sabarimala temple) পরিদর্শনে যাচ্ছেন দ্রোপদী মুর্মু (Draupadi Murmu)। রাষ্ট্রপতির এই সফর...
Exit mobile version