Friday, November 7, 2025

রাশিয়া (Russia) আর ইউক্রেনের (Ukraine) সম্পর্ক এখন চরম পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। কূটনীতিবিদদের মতে যেকোন দিন যেকোন মুহূর্তে শুরু হয়ে যেতে পারে যুদ্ধ (War)। ইতিমধ্যেই আমেরিকা, ব্রিটেনসহ বেশ কিছু দেশ তাদের নাগরিকদের (citizen) ইউক্রেন (Ukraine) থেকে ফিরিয়ে নিয়ে আসার কথা জানিয়ে দিয়েছে। এবার সেই তালিকায় নাম লিখিয়েছে ভারত (India)। ইউক্রেন (Ukraine) থেকে ভারতীয় (India) নাগরিকদের (citizen) যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে আনার ইঙ্গিত দিল নয়া দিল্লি।

আরও পড়ুনঃ ৫ ভোটে ভাগ্য বদল! টোটো চালক থেকে কাউন্সিলর বিজেপি প্রার্থী

মঙ্গলবার ইউক্রেনের (Ukraine) রাজধানী কিয়েভে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ভারতীয় নাগরিকদের, বিশেষ করে যে সমস্ত ছাত্রদের অবস্থান অপরিহার্য বা বাধ্যতামূলক নয় তাঁরা যেন, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে অস্থায়ীভাবে দেশ ছেড়ে চলে যান।’ সূত্র মারফত জানা যায় ইতিমধ্যেই ইউক্রেন সীমান্তে কমপক্ষে এক লক্ষ তিরিশ হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া। পাশাপাশি সামরিক সরঞ্জামও প্রস্তুত রাখা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে ব্রিটেন ও আমেরিকা নিজেদের নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে। রাজধানী কিয়েভ থেকে সরিয়ে নেওয়া হয়েছে মার্কিন কূটনৈতিক স্টাফদের।এমনকি কিয়েভ থেকে তাদের দূতাবাস পশ্চিম ইউক্রেনীয় শহর লভিভে স্থানান্তরিত করছে মার্কিন মুলুক।

আরও পড়ুনঃ Bangladesh: প্রতীক্ষার অবসান, অমর একুশে বইমেলা শুরু হল বাংলাদেশে

মনে করা হচ্ছে ইউক্রেনের উপর যেকোন সময় ঝাঁপিয়ে পড়তে পারে রুশ বাহিনী। এই অবস্থায় জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস রাশিয়া ও ইউক্রেনের বিদেশমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে কূটনৈতিক উপায়ে সমাধানের চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে এখনও পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক।

 

 

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version