অর্জুন গড়ে লিফলেট বিলি করে তৃণমূলকে ভোট দেওয়ার আর্জি বিজেপি প্রার্থীর!

এ যেন উলট পুরাণ! পৌরসভার নির্বাচনের আগে বিজেপির দোর্দণ্ডপ্রতাপ নেতা তথা সাংসদ অর্জুন সিংয়ের গড়ে রীতিমতো লিফলেট বিলি করে তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছেন খোদ বিজেপি প্রার্থী! ফলে পৌরসভা ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই বিজেপির অস্বস্তি বাড়ছে উত্তর ২৪ পরগনায় ভাটপাড়ায়। শুধু লিফলেট বিলি করে তৃণমূল প্রার্থীর হয়ে ভোট প্রার্থনা করাই নয়, ভাটপাড়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের গেরুয়া শিবিরের প্রার্থী রবীন্দ্র সিং ভোট থেকে সরে দাঁড়াচ্ছেন বলেও ঘোষণা করেছেন।
আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ভাটপাড়া এলাকাজুড়ে।

ভাটপাড়া পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বিদায়ী পুরপ্রশাসক গোপাল রাউত। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে বিজেপি প্রার্থী করেছে রবীন্দ্র সিংকে। কিন্তু বিজেপি প্রার্থী রবীন্দ্র সিং নিজের ওয়ার্ডে লিফলেট বিলি করছেন বিদায়ী পুরপ্রশাসকের সমর্থনে ভোট দেওয়ার আর্জি জানিয়ে! জানা গিয়েছে, এই বিজেপি প্রার্থী অর্জুনের ভাইপো তথা সদ্য তৃণমূলে যোগ দেওয়া সৌরভ সিংয়ের অনুগামী। বিজেপির উপর আস্থা হারিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আরও পড়ুন- একমাস পর মায়ের কোলে ঘরে ফিরলো অভিষেকের উদ্যোগে নতুন জীবন পাওয়া একরত্তি