Friday, August 22, 2025

একমাস পর মায়ের কোলে ঘরে ফিরলো অভিষেকের উদ্যোগে নতুন জীবন পাওয়া একরত্তি

Date:

কোনও রূপকথার গল্পের থেকে কম নয়! ঠিক একমাস আগে তিনদিনের এক সদ্যোজাতকে প্রাণে বাঁচাতে ময়দানে নেমেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইএম বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে গত একমাস যাবৎ চিকিৎসাধীন ছিল এই একরত্তি। এমন ঘটনা যেন সকলকে এক করে দিল এক লহমায়।

ঠিক কী ঘটেছিল?

নদিয়ার মহাদেবপুরের বাসিন্দা পূজা দেবনাথ এই শিশুটির জন্ম দেন। কিন্তু জন্মের পর চিকিৎসকরা জানিয়ে দেন শিশুটির হৃদযন্ত্রে জটিল সমস্যা রয়েছে। বাঁচাতে হলে দ্রুত চারটি স্টেন্ট বসাতে হবে। খরচের বহর শুনে কার্যত ভেঙে পড়েন শিশুটির বাবা-মা সহ পরিবারের সদস্যরা। এরপর দিক-বেদিক শূন্য হয়ে এক পরিচিতের মাধ্যমে পরিবারের সদস্যরা যোগাযোগ করেন টলিউডের অত্যন্ত পরিচিত এডিটর বামপন্থী বলেই পরিচিত অনির্বাণ মাইতির সঙ্গে। তিনিও শিশুটিকে বাঁচাতে তৎপর হন। বিভিন্ন জায়গায় খোঁজ খবর করেও সুরাহা না হওয়ায়, নিজের ফেসবুক ওয়ালে গোটা ঘটনাটি জানিয়ে সাহায্যের আর্তি চেয়ে একটি পোস্ট করেন। সঙ্গে শিশুটির একটি ছবিও দেন।

অনির্বাণ মাইতি সেই সময় জানিয়েছিলেন, গোটা ঘটনা দেখে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ করেন তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য। এরপর শিশুটির পরিবারের সদস্যদের তথ্য নেন দেবাংশু। শিশুটিকে কীভাবে সুস্থ করে তোলা যায় তার জন্য চেষ্টা করার জন্যই এই চেষ্টা বলেও অর্নিবাণবাবুকে আশ্বাস দেন তৃণমূল যুবনেতা।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ

দেবাংশু জানান, শিশুটির বিষয়ে বিস্তারিত জানার পর তিনি গভীর রাতে যোগাযোগ করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ১০ মিনিটের মধ্যে শিশুটির বিষয়ে বিস্তারিত জেনে ব্যবস্থা নিতে উদ্যোগী হল তিনি নিজেই। তাঁর টিমের সদস্যদের নির্দেশ দেওয়ার পর ৩০ মিনিটের মধ্যেই শিশুটির বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করে তাকে কলকাতার মুকুন্দপুরের এই বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই গত একমাস ধরে ওই একরত্তির চিকিৎসা চলে। হয় ঝুঁকিপূর্ণ ও জটিল অস্ত্রোপচার। দেবাংশুর কথায় শিশুটির চিকিৎসার সমস্ত ব্যবস্থাই করছে টিম অভিষেক।

অবশেষে সকলের আশীর্বাদে প্রায় একমাস পর মায়ের কোলে শিশুটিকে সুস্থ অবস্থায় তুলে দেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। ঘরে ফেরে একরত্তি।

আরও পড়ুন- Police: ওসি সৌভিকের তৎপরতা, সামান্য সূত্র ধরে মিলল মহিলার জরুরি নথি

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version