গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে শ্রদ্ধার্ঘ্য জানাতে রবীন্দ্রসদনে হাজির গুণমুগ্ধরা

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আজ বুধবার গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হচ্ছে। পিস ওয়ার্ল্ড থেকে মরদেহ প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল রাজ্য সঙ্গীত আকাদেমিতে। সেখানে শ্রদ্ধাজ্ঞাপনের পর বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রবীন্দ্র সদনে শায়িত আছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের মরদেহ।

আকাডেমিতে শ্রদ্ধা জানান অনেক শিল্পী। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
রবীন্দ্রসদনে গীতশ্রীকে শ্রদ্ধার্ঘ্য জানান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ইন্দ্রনীল সেন। পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানান মলয় ঘটক, মালা রায়, সুজন ভট্টাচার্য, বিমান বসু প্রমুখ বিশিষ্টরা। এদিন শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে রবীন্দ্রসদন চত্বরে হাজির অগণিত গুণমুগ্ধ।অনেক সংগীতানুরাগী তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে এই মুহূর্তে হাজির রবীন্দ্রসদনে।