Monday, August 25, 2025

ক্লাসরুমে ফিরতে পেরে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন পড়ুয়াদের

Date:

আহা কি আনন্দ! বছর দুই পর ক্লাসরুমে ফিরতে পেরে খুশি পড়ুয়ারা (Schools reopen in Bengal for primary, upper-primary students)। ক্লাসরুম থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) ধন্যবাদ জ্ঞাপন পড়ুয়াদের। চেনা ক্লাসরুম ফিরে পেয়ে ছাত্রীদের উচ্ছ্বাস নজরে পড়ার মতো।

গত বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী বলেন ছোটদের স্কুল খোলা নিয়ে চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। তারপরই আজ, বুধবার থেকে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত রাজ্যের সরকারি ও সরকার পোষিত সব বিদ্যালয়ে ক্লাস শুরু হল। প্রায় দু’বছর পর ছাত্র-ছাত্রীরা নিজেদের ক্লাসরুম ফিরে পেল (Schools reopen in Bengal for primary, upper-primary students)। পাড়ায় শিক্ষালয় শুরু হলেও ছোটদের ক্লাসরুমের ভেতর পঠন পাঠন হত না। কিন্তু এবার তা অবশেষে হল।

আরও পড়ুন: IFA: প্রাক্তন ফুটবলারদের পেনশন দিতে চলেছে রাজ‍্য সরকার, বৈঠক আইএফএতে

দিনহাটা মিশন গার্লস হাইস্কুলে এদিন ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। করোনা-বিধি মেনে স্কুলের মধ্যে ছাত্রীদের প্রবেশ করানো হয়েছে। দিনহাটা মিশন গার্লস হাইস্কুল গেট ও চত্বর বিভিন্ন রঙিন বেলুন দিয়ে সাজানো হয়েছিল এদিন। এছাড়া ক্লাসরুমে ঢোকার সময় ছাত্রীদের অভিনবভাবে অভ্যর্থনা করা হয়েছে। চন্দনের ফোঁটা, পুষ্প বৃষ্টি ও চকলেট দিয়ে ছাত্রীদের ক্লাসরুমে স্বাগত জানানো হয়েছে। ছাত্রীরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ব্যানারে লিখেছে “আহা কি আনন্দ ও আমরা আজ ক্লাসরুম ফিরে পেয়ে ভীষণ খুশি”।

এক ছাত্রী বলেন “আমরা এই দিনটার জন্য অধীর আগ্রহে ছিলাম। আজ সহপাঠীদের ক্লাসরুমে পেয়ে আলাদা অনুভূতি হচ্ছে। এবার প্রত্যেকদিন স্কুলে আসবো”।

স্কুলের এনএসকিউএফ বৃত্তিমূলক বিভাগের শিক্ষক শুভদীপ ভৌমিক বলেন “মাঠে পঠন পাঠন খুব অসুবিধে হতো। ক্লাসরুম মন্দির।  মন্দিরে এতদিন ভগবানের জায়গা ফাঁকা ছিলো। কচি কাঁচারা আবার সেই মন্দিরে ফিরে এসেছে। এবার আরো উজ্জ্বল হয়ে উঠবে শিক্ষার আলয়। প্রার্থনা হবে, ঘণ্টা বাজবে। উফ! কি যে আনন্দ, বিদ্যালয় প্রাণ ফিরে পেলো।” স্কুলের প্রধান শিক্ষিকা সুরাইয়া বেগম এহেন উদ্যোগকে প্রশংসা জানিয়েছেন।

 

Related articles

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...
Exit mobile version