গান স্যালুটে শেষ বিদায়, প্রিয় ‘সন্ধ্যাদি’কে হারিয়ে শোকস্তব্ধ মূহ্যমান মুখ্যমন্ত্রী

রাজ্যের সর্বোচ্চ সম্মান গান স্যালুট দিয়ে শেষকৃত্য সম্পন্ন হল সন্ধ্যা মুখোপাধ্যায়ের। বুধবার সন্ধ্যায় রবীন্দ্রসদন থেকে তার মরদেহ এসে পৌঁছায় কেওড়াতলা মহাশ্মশানে। সাড়ে তিন কিলোমিটার পথের সর্বাগ্রে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, মালা রায় সহ মন্ত্রিসভার অন্যান্যরা। গীতশ্রীর দেহ পঞ্চভূতে বিলীন না হওয়া পর্যন্ত শ্মশানে ঠায় বসেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর প্রিয় কাছের সন্ধ্যাদি নেই, যেন বিশ্বাস করতে পারছিলেন না।তিনি বলেছেন, তাঁর মৃত্যুতে বাংলার সঙ্গীত ও সংস্কৃতির জগতের বড় ক্ষতি।

বুধবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সন্ধ্যা মুখোপাধ্যায়ের দেহ শায়িত থছিল রবীন্দ্র সদনে। সেখানেই তাঁকে শেষশ্রদ্ধা জানান অনুগামী ও ভক্তরা।