Tuesday, August 26, 2025

সন্ধ্যাদি শেষ বয়সে অপমানিত হয়েছেন: গীতশ্রীর প্রয়াণে পদ্মশ্রী প্রসঙ্গ তুলে উষ্মা প্রকাশ মমতার

Date:

Share post:

শেষ বয়সে কেন্দ্রীয় সরকারের দেওয়া ‘পদ্মশ্রী’ সম্মান প্রত্যাখ্যান করেছিলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়(Sandhya Mukherjee)। যা নিয়ে বিতর্ক কিছু কম হয়নি। তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছিল শেষ বয়সে তাঁকে অপমান করেছে বিজেপি সরকার। মঙ্গলবার রাতে সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণের পর তাঁকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি এদিন কোচবিহার থেকে সেই পদ্মশ্রী(Padmasree) বিতর্ক তুলে ধরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। জানালেন, শেষ বয়সে তিনি একটা ধাক্কা খেয়েছেন। অপমানিত হয়েছে। সন্ধ্যা মুখোপাধ্যায়কে ভারতরত্ন(Bharat Ratna) বললেও ভুল হবে না, বলেও জানান মুখ্যমন্ত্রী।

বুধবার কোচবিহারে বীর চিলা রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী(chief minister) মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়ানের শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, “সন্ধ্যাদি আমার খুব পছন্দের মানুষ। খুব প্রিয় মানুষ। ওঁকে ভারতরত্ন বললে ভুল হবে না। হয়তো জীবনে কিছুই পায়নি। কিন্তু মানুষের যে ভালবাসা, তা কখনও একটা পদ্মশ্রী বা একটা হতশ্রীতে হয় না। পদ্মশ্রী একটা সম্মানের, হতশ্রী আমরা বিপরীত শব্দ ব্যবহার করি। কিন্তু পদ্মশ্রী আর হতশ্রী এক নয়। পদ্মশ্রী সম্মানের।”

আরও পড়ুন:Sandhya Mukhopadhyay: ‘কিছুক্ষন আরও না হয় রহিতে কাছে ‘ – শেষ শ্রদ্ধা ‘গীতশ্রী’কে 

পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও বলেন, “পদ্মশ্রীর উপরে ওপরে আরও দু-তিনটি পুরস্কার আছে। সেই পুরস্কারগুলো তাঁর অনেকদিন আগে প্রাপ্য ছিল। জীবনের শেষ বয়সে তিনি একটা ধাক্কা খেয়েছেন। তিনি অসম্মানিত বোধ করেছেন। আমরা তার জন্য ব্যথিত, শোকাহত, মর্মাহত।” একই সঙ্গে এই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, “এখানকার অনুষ্ঠান ছেড়ে আমি কলকাতা যাব, তারপর তাঁর মরদেহ নিয়ে বেরোব। রাজ্য সরকারের পক্ষ থেকে গান স্যালুট দিয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন করব।”

spot_img

Related articles

আইএসএল শুরু হওয়ার সম্ভাব্য দিন ২৪ অক্টোবর!

সরকারীভাবে ঘোষণা না হলেও আইএসএলের(Indian Super League) সম্ভাব্য দিন নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে আগামী ২৪...

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...