Thursday, August 21, 2025

Police: ওসি সৌভিকের তৎপরতা, সামান্য সূত্র ধরে মিলল মহিলার জরুরি নথি

Date:

তথ্য বলতে কিছুই ছিল না তিলজলা ট্রাফিক গার্ডের (Tiljala Traffic Guard) ওসি সৌভিক চক্রবর্তীর (Souvik Chakraborty) কাছে। তবুও খড়ের গাদায় সূঁচ খোঁজার মতোই সোর্স কাজে লাগিয়ে মহিলার জরুরি নথি কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার করে দিলেন তিনি।

বুধবার সাড়ে চারটে নাগাদ সার্জেন্ট সুমন্ত পাল (Sumanta Paul) জানান, যে একজন মহিলা রাস্তায় কান্নাকাটি করছেন। জানা যায়, ওই মহিলা এসএসকেএম হাসপাতাল থেকে পঞ্চন্নগ্রামে যাওয়ার পথে ট্যাক্সিতে (Taxi) সব জিনিস ভুলে নেমে গিয়েছেন। তার মধ্যে মোবাইল ফোন এবং তাঁর ভাইপো সমস্ত মেডিক্যাল নথি, পরীক্ষার রিপোর্ট ছিল। বৃহস্পতিবার, তাঁর বড় অস্ত্রোপচার করা হবে। মহিলা ট্যাক্সির নম্বর মনে করতে পারেননি। ড্রাইভারের কোনও নির্দিষ্ট বিবরণও দিতে পারেননি। শুধু জানান, ট্যাক্সিচালক যাত্রাপথে জানিয়েছিলেন, তিনি সোনারপুরের খেয়াদা এলাকার বাসিন্দা। এতটুকু তথ্য দিয়েই সৌভিক চক্রবর্তী তৎক্ষণাৎ কাজ শুরু করেন। তিলজলা ট্রাফিক গার্ডের অধীন ও আশপাশের এলাকার সব ট্যাক্সি স্ট্যান্ডের সঙ্গে যোগাযোগ করেন তিনি। রুবি এলাকা থেকে সোর্স মারফৎ খবর পেয়ে, সোনারপুর থানার দুর্গানগরে পৌঁছয় পুলিশ। ট্যাক্সি ট্র্যাক করে সমস্ত হারানো নথি পুনরুদ্ধার করা হয়।

মহিলা ও তাঁর পরিবারের সদস্যরা কলকাতা ট্র্যাফিক পুলিশের এই তৎপরতায় অত্যন্ত খুশি। ওই গুরুত্বপূর্ণ রিপোর্ট এবং প্রেসক্রিপশন ছাড়া বৃহস্পতিবার অস্ত্রোপচার করা কখনওই সম্ভব ছিল না। সৌভিক ও তাঁর টিমকে অকুণ্ঠ ধন্যবাদ জানান তাঁরা।

আরও পড়ুন- দক্ষিণ  দমদম পুরসভায়  ১৬ নম্বর ওয়ার্ডে  উন্নয়নই হাতিয়ার তৃণমূল প্রার্থীর 

 

 

Related articles

২০৩০-এর আগে সড়ক দুর্ঘটনা কমবে ৫০ শতাংশ: প্রতিশ্রুতি ParaSafe-এর

স্বাধীনতা দিবসে কলকাতায় রোড সেফটি এক্সপেরিয়েন্স জোন চালু করে পূর্ব ভারতে যাত্রা শুরু করেছে প্যারাসেফ (ParaSafe)। উদ্ভাবনী ও...

আমাদের বেতন কোথায়: নীতীশকে দেখে বিক্ষোভে ফেটে পড়লেন মাদ্রাসা শিক্ষকরা

ভোটমুখী বিহারে মিথ্যে প্রচার চালিয়েই ফের একবার গদি ধরে রাখার চেষ্টায় জেডিইউ (JDU) মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)।...

অযোগ্যকে নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়া হবে না, চাইলে রাজ্য পরীক্ষা পিছোতে পারে: SSC-কে বলল সুপ্রিম কোর্ট

আপনারা কি নিজেদের পছন্দের অযোগ্য প্রার্থীদের চাকরিতে ঢোকাতে চাইছেন? এটা লজ্জাজনক। ট্রুলি শকিং। আমরা আগেই বলেছি, কোনও ভাবেই...

বিবেকানন্দের শিকাগো বক্তৃতার স্মরণে ফুটবল প্রতিযোগিতার ঘোষণা ক্রীড়ামন্ত্রীর

১৮৯৩ সাল, শিকাগোর ধর্মসভায় সকলকে অবাক করে দিয়েছিলেন তিনি। সেই স্বামী বিবেকানন্দের(Swami Vivekananda) বক্তৃতায় বিদ্যুতের গতির মতো ছড়িয়ে...
Exit mobile version