ফের ধাক্কা খেলো শেয়ারবাজার, ১০৪ পয়েন্ট নামল সেনসেক্স

🔹সেনসেক্স ৫৭,৮৯২.০১ (⬇️ -০.১৮%)

🔹নিফটি ১৭,৩০৪.৬০ (⬇️ -০.১০%)

দেশজুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও অর্থনীতিকে আশার আলো দেখিয়ে ৬১ হাজারের গণ্ডি পার করেছিল শেয়ারবাজার। তবে সে সুখের সময় দীর্ঘস্থায়ী হয়নি। লাগাতার ধাক্কার খেয়ে বাজেট ঘোষণার পর বাজার কিছুটা সুখের মুখ দেখলেও লাগাতার ধাক্কা খাচ্ছে শেয়ারবাজার। বৃহস্পতিবার বাজার খোলার পর সামান্য ঊর্ধ্বমুখী হলেও দিনের শেষে ১০৪ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক। ১৭ পয়েন্ট নেমেছে নিফটিরও। যদিও এই পরিস্থিতি সামলে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -১০৪.৬৭ পয়েন্ট বা -০.১৮ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫৭,৮৯২.০১। এনএসই নিফটি (NSE Nifty) -১৭.৬০ পয়েন্ট বা -০.১০ শতাংশ নেমে হয়েছে ১৭,৩০৪.৬০।

Previous articleউত্তরপ্রদেশে ডবল ইঞ্জিনের উন্নয়ন আসলে ভাঁওতা: অনুন্নয়নের খতিয়ান তুলে ধরল সপা
Next articleটিকার দুটি ডোজ নেওয়া থাকলে বিদেশীদের দরকার নেই কোভিড টেস্টের!