Sunday, November 9, 2025

Accident:মুখ্যমন্ত্রীর ডিউটি করে ফেরার পথে দুর্ঘটনার কবলে পুলিশকর্মীর গাড়ি, আহত ১০

Date:

ডিউটি থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল পুলিশের গাড়ি। দুর্ঘটনায় আহত হয়েছেন ৯ পুলিশ কর্মী সহ এক স্থানীয় বাসিন্দা। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির লক্ষ্মীপাড়া চা বাগানের কাছে। পুলিশ সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের ডিউটি করে ফিরছিল দুর্ঘটনাগ্রস্থ পুলিশের গাড়িটি।

আরও পড়ুন:‘বাংলার গৌরব’ কিংবদন্তি ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে বানারহাট থানার লক্ষ্মীপাড়া চা বাগান মোড়ে পুলিশ কর্মী-সহ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই থাকা একটি সাইকেল সারাইয়ের দোকানে ঢুকে যায়। সেই সময় সাইকেল সারাইয়ের দোকানে দু’জন ব্যক্তি ছিলেন। পুলিশের গাড়িতে ছিলেন মোট ১০জন পুলিশকর্মী। দুর্ঘটনায় আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে বানারাহাট চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে দু’জন পুলিশকর্মী-সহ একজন স্থানীয় বাসিন্দাকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত পুলিশকর্মীরা সকলেই কালিম্পংয়ের বাসিন্দা। ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত পুলিশ ভ্যানটিকে উদ্ধার করা হয়েছে।


উল্লেখ্য,সোমবারই উত্তরবঙ্গ সফরে যান মুখ্যমন্ত্রী। বুধবার বানেশ্বরের সিদ্ধেশ্বরী এলাকায় চিলা রায়ের ৫১২তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেন তিনি। ওইদিনই বিকেল সাড়ে চারটে নাগাদ কলকাতার উদ্দেশে রওনা দেন এবং প্রয়াত সন্ধ্যা মুখোপাধ্যায়ের শেষকৃত্যে যোগ দেন। এদিন দুর্ঘটনাগ্রস্থ পুলিশের গাড়িটি মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের সময় তাঁর নিরাপত্তার দায়িত্বে ছিল বলে জানা গিয়েছে।

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version