Thursday, November 6, 2025

West Bengal:গ্রুপ সি: সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানাল রাজ্য সরকার

Date:

গ্রুপ সি নিয়োগে দুর্নীতির অভিযোগ ঘিরে এবার ডিভিশন বেঞ্চে আবেদন রাজ্য সরকার । সিঙ্গল বেঞ্চের রায়কে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে এই আবেদন বলে জানা যাচ্ছে । এসএসসি-র (School Service Commission)গ্রুপ ডি-র (Group D)নিয়োগ সংক্রান্ত নানা দুর্নীতি নিয়ে সিবিআই (CBI)অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল আদালত। তারপর গ্রুপ সি (Group C) নিয়োগ বিতর্ক। গ্রুপ সি নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের (Kolkata High Court)সিঙ্গল বেঞ্চ । ১৫ ফেব্রুয়ারি ২০২২ সেই মামলায় ৩৫০ জনের নিয়োগ বাতিল করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ (Single Bench)। পাশাপাশি ৩৫০ জনের বেতনও বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। আর এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে (Division Bench)গেল রাজ্য সরকার। সিবিআই অনুসন্ধানের উপর স্থগিতাদেশ চেয়ে আবেদন করা হয়েছে।

উল্লেখ্য বহুদিন ধরে গ্রুপ সি নিয়োগে দুর্নীতি সংবাদের শিরোনামে। এসএসসির তরফ থেকে আগেই জানানো হয়েছে, নিয়োগের ক্ষেত্রে যে সুপারিশ প্রয়োজন, তা ৩৫০ জনের ক্ষেত্রে করা হয়নি। এরপরই ওই মামলায় কোনও বেনিয়ম হয়েছে কিনা তা তদন্ত করার নির্দেশ দেওয়া হয় সিবিআইকে। এরপরই তাঁদের বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ জানিয়ে বৃহস্পতিবার বিচারপতি হরিশ ট্যান্ডন ও রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। ওই দিনই সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয়। আদালতের তরফে বলা হয়েছে, আপাতত সিবিআই কোনও তদন্ত করতে পারবে না। ২ সপ্তাহে সিঙ্গল বেঞ্চে এই মামলার শুনানি করা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বেতন বন্ধের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করেছেন কয়েকজন গ্রুপ সি কর্মীও।

 

Related articles

সুপ্রিম নির্দেশে রাজ্যে ফের শুরু ১০০ দিনের কাজ, নবান্নে তৎপরতা তুঙ্গে 

প্রায় তিন বছর পর ফের রাজ্যে শুরু হতে চলেছে কেন্দ্রীয় ১০০ দিনের কাজ (এমজিএনআরইজিএ) প্রকল্প। সুপ্রিম কোর্ট কলকাতা...

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...
Exit mobile version