Monday, November 10, 2025

Duare sarkar : যেমন প্রকল্প তেমন সাজো, দুয়ারে সরকার ক্যাম্পে অভিনব উদ্যোগ

Date:

দুয়ারে সরকার প্রকল্পে এক ভিন্ন চিত্র ধরা পড়ল মালদহে। সাধারণ মানুষের কাছে প্রকল্পকে আরও আকর্ষণীয় করে তুলতে নেওয়া হল অভিনব উদ্যোগ।’যেমন প্রকল্প তেমন সাজো’। লক্ষ্মীর ভান্ডারের জন্য লক্ষ্মী সেজে দেওয়া হচ্ছে ফর্ম। আবার কৃষক বন্ধুর জন্য কৃষক সেজে দেওয়া হচ্ছে ফর্ম। মালদহ জেলার হরিশচন্দ্রপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত মালিওর ১ গ্রাম পঞ্চায়েতের মিটনা হাইস্কুলে বৃহস্পতিবার ছিল দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্প। সেখানেই দেখা গেল অভিনব এই উদ্যোগ।

আর এসব দেখতে মানুষের উপস্থিতি ছিল নজরকাড়া। প্রশাসনের উদ্যোগে খুশি মানুষ। উপস্থিত ছিলেন এলাকার পঞ্চায়েত প্রধান এবং বিডিও বিজয় গিরি। সরকারি প্রকল্পের উপর মানুষের উৎসাহ বাড়াতে এবং প্রকল্প সম্বন্ধে মানুষের ধারণা স্পষ্ট করার জন্য এই উদ্যোগ প্রশাসনের পক্ষ থেকে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার বিধানসভা ভোটের আগেই দুয়ারে সরকার প্রকল্পের কথা ঘোষণা করে। রাজ্যের প্রত্যেক মানুষ যাতে সরকারি প্রকল্পের সঠিক সুবিধা পায় তাই এই ধরনের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। কারণ এর আগে বিভিন্ন ক্ষেত্রে দেখা যেত সরকারি প্রকল্প থাকলেও সমন্বয়ের অভাবে প্রান্তিক বহু মানুষ এই সব প্রকল্পের সুবিধা পেত না। সেই কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রীর দুয়ারে সরকার প্রকল্পের কথা ঘোষণা করেন। লক্ষ্য সাধারণ মানুষের ঘরে ঘরে সরকারকে পৌঁছে দেওয়া।

পঞ্চায়েত প্রধানের স্বামী তথা তৃণমূল নেতা আবদুর রহমান বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা
বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং নির্দেশে এদিন আমাদের এলাকায় দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্প শুরু হল।হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক বিডিও বিজয় গিরি বলেন, আজ দুয়ারে সরকারি প্রকল্পের ক্যাম্প ছিল। সব কাজ সঠিক ভাবেই সম্পন্ন হয়েছে।

Related articles

সিনেমা দেখে খুনের ছক! স্ত্রীকে পুড়িয়ে নদীতে ছাই ফেলে থানায় অভিযোগ স্বামীর

সিনেমা দেখেই পরিকল্পনা! ‘দৃশ্যম’ দেখে অপরাধের ছক কষেছিলেন পুনের (Pune) বাসিন্দা সমীর যাদব। ৩৮ বছরের স্ত্রী অঞ্জলি যাদব...

১ ডিসেম্বর থেকে নয়া হারে আবগারি শুল্ক কার্যকর! রাজ্যে কত হচ্ছে সুরার দাম

শীতের শুরুতে মৌতাতের পরিকল্পনা করলে, সেই আনন্দে কিছুটা ধাক্কা। কারণ পশ্চিমবঙ্গে (West Bengal) বাড়ছে সব ধরনের মদের  দাম...

অচলায়তন ভেঙে মুক্ত চিন্তাভাবনার অঙ্গন হবে বাংলা: রাখি-রিয়াকে শুভেচ্ছা তরুণদের আইকন অভিষেকের

তিনি যুব সমাজের আইকন। তৃণমূলের (TMC) সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ঘিরে সব সময়ই তরুণ প্রজন্মের জনজোয়ার। আর...

পাঁচবারের কাউন্সিলর, তবু নাম উড়ে গেল ভোটার তালিকা থেকে! চাঞ্চল্য খড়দহে

শেষবার এসআইআর হয়েছিল ২০০২ সালে। সেই তালিকায় তাঁর নাম যে ছিল, তার প্রমাণ, সেবার তিনি কাউন্সিলর (councilor) নির্বাচিত...
Exit mobile version