Friday, November 7, 2025

ফের দিল্লিতে পাওয়া গেল বোমা। ইস্ট দিল্লির সীমাপুরের একটি বাড়ি (Explosives Found From East Delhi House) থেকে ব্যাগের ভিতর আইইডি (IED) পাওয়া গিয়েছে বলে খবর। নজরে ৪ জন। এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। বোমা নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে পৌঁছেছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG)। ওই বাড়িতে ভাড়া থাকতেন চারজন। তাঁদের সবার পরিচয় এখনও জানা যায়নি।

যে বাড়ি থেকে আইইডি (Explosives Found From East Delhi House) বিস্ফোরক উদ্ধার হয়েছে সেটি কাসিম নামের এক ব্যক্তির। তিনি তাঁর বাড়ির দ্বিতীয় তলা বেশ কিছুদিন আগে প্রপার্টি ডিলার শাকিলের মাধ্যমে একজনকে ভাড়ায় দিয়েছিলেন। সেখানে দিন দশেক আগে আরও তিনজন থাকতে শুরু করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আইইডি সহ ব্যাগ ঘরে রেখে তারা পালিয়ে যায় বলে সূত্রের খবর। এরা কে, কোথা থেকে এসেছিল, কী কারণে এসেছিলে, তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন-উত্তরপ্রদেশে ডবল ইঞ্জিনের উন্নয়ন আসলে ভাঁওতা: অনুন্নয়নের খতিয়ান তুলে ধরল সপা

রোহিণী ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির একটি দল ওই অ্যাপার্টমেন্টে ফরেনসিক তদন্ত করছে। তাঁদের সঙ্গে রয়েছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড। দিল্লি পুলিশের বিশেষ সেল সন্দেহভাজনদের শনাক্ত করেছে এবং তাদের ছবিও পেয়েছে। এই ব্যক্তিরা কোথা থেকে এসেছেন তা এখনও জানা যায়নি। পুলিশের সন্দেহ তারা স্লিপার সেলের অংশ বা বড় ষড়যন্ত্রের অংশ হতে পারে।

গতমাসে পূর্ব দিল্লির গাজিপুরের একটি ফুলের বাজারে আরডিএক্সের মতো শক্তিশালী রাসায়নিক পূর্ণ ৩ কেজি বোমা সহ একটি পরিত্যক্ত ব্যাগ পাওয়া গিয়েছিল। পুলিশ মনে করছিল, ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপনের আগে একটি সন্ত্রাসী প্রচেষ্টা ছিল। পুলিশ তখন জানিয়েছিল, এটি “সর্বোচ্চ ক্ষয়ক্ষতি” করার লক্ষ্যে ছিল। গাজিপুরের পর এবার সীমাপুরেও একই ঘটনা। দুটি জায়গাই ইস্ট দিল্লির অন্তর্গত বলে জানা গিয়েছে।

 

Related articles

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...
Exit mobile version