Saturday, August 23, 2025

Haryana: বেসরকারি চাকরিতে ৭৫ শতাংশ সংরক্ষণের স্থগিতাদেশ তুলে দিল শীর্ষ আদালত

Date:

বেসরকারি চাকরিতে স্থানীয়দের সংরক্ষণ (Private Sector Reservation)নিয়ে এবার খানিকটা স্বস্তিতে হরিয়ানা সরকার (Haryana Government)। ৭৫ শতাংশ সংরক্ষণ নিয়ে যে সিদ্ধান্ত গ্রহন করেছিল হরিয়ানা সরকার তা কার্যকরী করার ক্ষেত্রে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট (Punjab and Haryana High Court) নিষেধাজ্ঞা জারি করে। এবার সেই স্থগিতাদেশ খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হাই কোর্টকে।

প্রসঙ্গত গত বছর নভেম্বর মাসে হরিয়ানা সরকার রাজ্য নাগরিক কর্মসংস্থান আইন ২০২০ পাশ করায়। সেই অনুযায়ী বেসরকারি চাকরিতে সেই রাজ্যের নাগরিকদের ৭৫ শতাংশ সংরক্ষণ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সর্বোচ্চ মাসিক ৩০ হাজার টাকা বেতনের চাকরির জন্য এই সংরক্ষণের ব্যবস্থা করে হরিয়ানা সরকার। সেই মতো ২০২২ এর ১৫ জানুয়ারি থেকে আইন কার্যকর হয়। এরপরই একাধিক জনস্বার্থ মামলা দায়ের করা হয়। এই আইনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন বিরোধীরা। মামলার ভিত্তিতে পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট আইনটি কার্যকর হওয়ায় স্থগিতাদেশ দেয়। এই আইনের কোনও যৌক্তিকতা নেই স্পষ্ট জানিয়েছিল হাইকোর্ট। যদিও হরিয়ানায় বাড়তে থাকা বেকার সমস্যার সমাধানে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পাল্টা যুক্তি দেয় হরিয়ানা সরকার।কিন্তু এই সিদ্ধান্ত আইনানুগ নয় বলে জানায় হাইকোর্ট। এরপর হাই কোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ফেব্রুয়ারির শুরুতে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয় হরিয়ানা সরকার। সেখানে রাজ্যের পক্ষ থেকে বলা হয় যে হাইকোর্ট রাজ্য সরকারকে স্বপক্ষে যুক্তি দেওয়ার কোনও সময়ই দেয়নি। তাড়াহুড়ো করে মাত্র দেড় মিনিটের মধ্যেই স্থগিতাদেশ চাপিয়ে দেওয়া হয়। এরপরই বৃহস্পতিবার হাই কোর্টের সেই স্থগিতাদেশ তুলে দিল শীর্ষ আদালত। আগামী এক মাসের মধ্যে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টকে।

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version