Tuesday, May 13, 2025

সপরিবারে ‘আবার কাঞ্চনজঙ্ঘা’য়

Date:

Share post:

বিশুদ্ধ পারিবারিক ছবি ‘আবার কাঞ্চনজঙ্ঘা’। সপরিবারে বেড়াতে যাওয়ার ছবি। এককথায় ছবিটি রিইউনিয়নের। এই ছবির মধ্যে দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হচ্ছে বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের প্রতি। মুক্তি পাবে ১ এপ্রিল। লিখলেন অংশুমান চক্রবর্তী।

আরও পড়ুন:Accident:যাত্রিবোঝাই অটোর সঙ্গে টেম্পোর মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ৫

৬০ বছর আগে
১৯৬২-র ১১ মে মুক্তি পেয়েছিল সত্যজিৎ রায় পরিচালিত ‘কাঞ্চনজঙ্ঘা’। এখন থেকে প্রায় ৬০ বছর আগে। সাদা পর্দায় লেগেছিল বিভিন্ন রঙের ছোঁয়া। অসাধারণ অভিনয় করেছিলেন ছবি বিশ্বাস, পাহাড়ি সান্যাল, অনিল চট্টোপাধ্যায়, করুণা বন্দ্যোপাধ্যায়, এন বিশ্বনাথন প্রমুখ। ছবিতে দেখানো হয়েছিল উচ্চবিত্ত বাঙালি পরিবারের দার্জিলিং ভ্রমণ। পরিবারের সদস্যরা কাঞ্চনজঙ্ঘায় বেড়াতে এসে নিজেদের সমস্যাগুলো নিয়ে খোলাখুলি আলোচনা করেন এবং নিরসনের চেষ্টা চালান। তারমধ্যে মিশেছিল ঘটনার ঘনঘটা। ছবিটি সমালোচক ও দর্শকদের প্রশংসা পেয়েছিল।



সত্যজিৎ শতবর্ষে
সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে দর্শকদের আবার কাঞ্চনজঙ্ঘা ভ্রমণের স্বাদ দিতে চলেছেন পরিচালক রাজর্ষি দে। জানা গেছে, নতুন ছবিটি আগের ছবির রিমেক বা সিক্যুয়েল নয়। সম্পূর্ণ মৌলিক একটি ছবি। ১১ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল। তবে বিভিন্ন কারণে সেটা সম্ভব হয়নি। গত বছর পয়লা বৈশাখ সামনে এসেছিল ছবির অফিশিয়াল পোস্টার। যা রীতিমতো উচ্চ প্রশংসিত হয়েছে। প্রযোজনা করেছেন শিল্পী এ পাণ্ডে এবং অক্ষত কে পাণ্ডে। নির্মাতারা জানিয়েছেন, সত্যজিৎ রায়ের ‘কাঞ্চনজঙ্ঘা’ ছবিটি বাংলা চলচ্চিত্র জগতে একটি অন্যতম মাইলফলক। বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালকের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতেই ‘আবার কাঞ্চনজঙ্ঘা’র বিনম্র আয়োজন। ২০২০-র অক্টোবরের শেষে শুরু হয়েছিল শুটিং। লোকেশন হিসাবে বেছে নেওয়া হয়েছিল দার্জিলিং, সামসিং, মূর্তি ছাড়াও উত্তরবঙ্গের আরও বেশ কিছু জায়গা এবং অবশ্যই কলকাতাকে।
তারকা সমাবেশ
‘আবার কাঞ্চনজঙ্ঘা’ ছবিতে দেখা যাবে তারকা সমাবেশ। অভিনয় করেছেন অর্পিতা চট্টোপাধ্যায়, কৌশিক সেন, শাশ্বত চট্টোপাধ্যায়, দেবশ্রী গঙ্গোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, পদ্মনাভ দাশগুপ্ত, রূপঙ্কর বাগচী, রিচা শর্মা, বিদীপ্তা চক্রবর্তী, প্রিয়াঙ্কা রতি পাল, দেবলীনা কুমার, সোহিনী গুহ রায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে। আনন্দের সঙ্গে তাঁরা করেছেন কাজ। শুটিং ফ্লোরে নিজেদের মেলে ধরেছেন। পাশাপাশি প্যাকআপের পর প্রত্যেকেই মেতে উঠেছেন জমজমাট আড্ডায়। শুটিংয়ের ফাঁকে সেলিব্রেট করা হয়েছে অনেকের জন্মদিন। কেউ কেউ প্রাণখুলে গেয়েছেন গান। একসঙ্গে থাকতে থাকতে তাঁরা হয়ে উঠেছেন একটি বৃহত্তর পরিবারের সদস্য-সদস্যা। যেখানে বাধা হয়ে দাঁড়ায়নি বয়স। এসে মিশেছে বিভিন্ন প্রজন্ম।



ছবির গল্প
পরিবেশন করা হয়েছে একটি যৌথ বাঙালি পরিবারের গল্প। দাদু-দিদা, মামা-মামি, ভাই-বোনদের নিয়ে জমজমাট সংসার। অ্যাডভোকেট নিশীথ দেবের বড় ছেলে ত্রিদিব। তিনি তিন ভাই সুদেব, দেবেশ, রোহিত ও বোন সেমন্তীকে নিয়ে বড়দিনের সময় তাঁদের দার্জিলিংয়ের পৈতৃক বাড়িতে ছুটি কাটাতে আসেন। বাড়ির নাম অভিলাষ। এই বাড়ি দেখাশোনার দায়িত্বে রয়েছেন জগদীশ তামাং এবং তাঁর মেয়ে সুরিটা।
ত্রিদিব এবং রিনির একমাত্র সন্তান সুনয়ন। তিনি পড়েন একটি দুর্ঘটনার কবলে। তারপর ঘিরে ধরে আইনি জটিলতা। আপাতত জামিন পেয়ে পরিবারের সঙ্গে ঘুরতে এসেছেন। তবে দুর্ঘটনার আতঙ্ক তাঁর পিছু ছাড়ে না। প্রতিমুহূর্তে ভুগতে থাকেন অপরাধবোধে।
অন্যদিকে, সুদেব এবং ঋতাঙ্গনার মেয়ে ঋতজা। তিনি বেড়াতে এসেছেন শুধুমাত্র সুমিত্রর জন্য। বয়েসে অনেক বড় এবং সম্পর্কে পিসেমশাই হওয়া সত্ত্বেও সুমিত্রর প্রতি তাঁর গভীর আকর্ষণ। দেখা যায় সম্পর্কের টানাপোড়েন।
সমস্যা আছে একে অপরের মধ্যে। আছে নস্টালজিয়া। পাশাপাশি আছে রাজনৈতিক মতভেদ, পেশাগত দ্বন্দ্ব। ছবির প্রত্যেকটি চরিত্রের সঙ্গেই জুড়ে রয়েছে কোনও না কোনও ঘটনা। টুকরো টুকরো ঘটনাগুলো জুড়েই তৈরি হয়েছে একটি সম্পূর্ণ পারিবারিক ছবি। তার মধ্যে বুনে দেওয়া হয়েছে কিছু সুখের মুহূর্ত, কিছু দুঃখের মুহূর্ত। এই ছবিটি প্রায় ৬০ বছর আগে মুক্তি পাওয়া ছবির স্মৃতি ফিরিয়ে আনতে পারে।

শেষ কথা
পরিচালনার পাশাপাশি ছবির গল্প লিখেছেন রাজর্ষি দে। তিনি জানালেন, বিশুদ্ধ পারিবারিক ছবি ‘আবার কাঞ্চনজঙ্ঘা’। সপরিবারে বেড়াতে যাওয়ার ছবি। এককথায় রিইউনিয়নের ছবি। ম্যাজিক এবং মিরাকেলের ছবি। ছবিটি দর্শকরা সপরিবারে দেখতে পারবেন। আশা করি ভাল লাগবে। চরিত্রগুলোর সঙ্গে প্রত্যেকে সহজেই নিজেদের মেলাতে পারবেন।ছবির সিনেম্যাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন গোপী ভগৎ। সংগীত পরিচালনায় আশু চক্রবর্তী। গানের কথা লিখেছেন দুর্বা সেন ও রাজর্ষি দে।
অভিনয়ের পাশাপাশি ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। তিনি বললেন, কিছু গল্প সবসময় সত্যি হয়। কিছু সম্পর্ক কোনওদিন নষ্ট হয় না। কিছু মুহূর্তের কোনও অল্টারনেটিভ হয় না। তাই আমাদের সবার প্রিয় ছবি ‘আবার কাঞ্চনজঙ্ঘা’র ট্রেলার রিলিজ করছে আগামী ১ মার্চ টাইমস মিউজিকের ইউটিউব পেজে। চলুন আমরা সবাই মিলে বড়পর্দাকে সেলিব্রেট করি। সবাই হলে আসুন ছবি দেখতে।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১ এপ্রিল বড়পর্দায় মুক্তি পাবে ‘আবার কাঞ্চনজঙ্ঘা’। ছবিটি দেখতে দলবেঁধে আসছেন তো?

spot_img

Related articles

ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তবর্তী অঞ্চলে খতম ৩১ সন্দেহভাজন মাওবাদী!

ভারত- পাকিস্তান সীমান্ত সংঘর্ষের আবহে এবার মাওবাদী দমনে বড় সাফল্য দেশে। সোমবার ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তবর্তী অঞ্চলে সন্দেহভাজন ৩১ মাওবাদীকে...

প্রয়াত বর্ষীয়ান CPIM নেতা নেপাল ভট্টাচার্য, শোকস্তব্ধ রাজনৈতিক মহল

চলে গেলেন বর্ষীয়ান CPIM নেতা নেপালদেব ভট্টাচার্য (Nepal Deb Bhattacharya)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। সোমবার রাত...

সোপিয়ানে জঙ্গিদের খোঁজে পুলিশ-যৌথ বাহিনীর তল্লাশি, চলল গুলি!

জঙ্গি হামলার (Terrorist attack) আবহে উপত্যকায় ফের উত্তেজনা। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের জঙ্গলে জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি চালানোর সময়...

যাত্রী নিরাপত্তায় সতর্ক এয়ার ইন্ডিয়া- ইন্ডিগো, মঙ্গলে সাত বিমানবন্দরে উড়ান বন্ধ

সংঘর্ষ বিরতির (Ceasefire) আবহে বারবার সীমান্তে ড্রোন হামলার চেষ্টা করে চলেছে পাকিস্তান (Pakistan)। তাই আকাশপথে বিমান পরিষেবায় বাড়তি...