Wednesday, August 20, 2025

রবিবার ইডেনে (Eden) ভারত-ওয়েস্ট ইন্ডিজ (India-West Indies) তৃতীয় টি-২০ (T-20) ম‍্যাচ। সেই ম‍্যাচে বেশি সংখ্যক দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে বিসিসিআই (Bcci)। সেই দর্শকদের জন‍্য বিশেষ ব‍্যবস্থা নিল মেট্রো কতৃপক্ষ। সেই খেলা শেষে বাড়ি ফিরতে যাতে সমস্যা না হয় দর্শকদের, তার জন্য বাড়ানো হল মেট্রোর সংখ্যা। নির্দিষ্ট সময়ের পরেও চালানো হবে দু’টি ট্রেন, এমনটাই জানান হয়েছে মেট্রোর তরফ থেকে।

এদিন মেট্রোর তরফ থেকে জানানো হয়েছে, রবিবার রাত সাড়ে ১০টার সময় এসপ্ল্যানেড স্টেশন থেকে ছাড়বে দু’টি ট্রেন। একটি যাবে দক্ষিণেশ্বরের দিকে। আর অন্যটি যাবে কবি সুভাষের দিকে। দু’টি ট্রেনই গন্তব্যে পৌঁছবে রাত ১১টা ০৩ মিনিট নাগাদ। প্রতিটি স্টেশনেই থামবে ট্রেন। ট্রেন ছাড়ার আগে পর্যন্ত এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে স্মার্ট কার্ড ও টোকেন কেনা যাবে। যদিও এক্ষেত্রে যাত্রীদের মেনে চলতে সব রকমের কোভিড বিধিনিষেধ।

ইডেনে টি-২০ সিরিজ শুরু হওয়ার আগে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন দর্শকশূন্য মাঠে হবে খেলা। কিন্তু মাঠে অল্প দর্শক প্রবেশের অনুমতি দেওয়ার জন্য বোর্ডের কাছে আবেদন করে সিএবি। প্রথম দুই ম্যাচে অনুমতি না মিললেও শেষ ম্যাচের জন্য অনুমতি পাওয়া গিয়েছে। তবে বিসিসিআইয়ের নির্দেশে দর্শক সংখ্যা বাড়লেও এই টিকিট সাধারণ মানুষের জন‍্য নয়। এই খেলা মাঠে বসে দেখতে পারবেন সিএবির আজীবন সদস্য, সহযোগী সদস্য, বার্ষিক এবং সাম্মানিক সদস্যরা।

আরও পড়ুন:India Team: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম‍্যাচে নেই বিরাট, পন্থ : সূত্র

Related articles

দিল্লিতে ফের স্কুল ওড়ানোর হুমকি! স্নিফার ডগ নিয়ে চলছে তল্লাশি

সাতসকালে রাজধানীতে চাঞ্চল্য, দিল্লির দুই স্কুলে বোমা হুমকির (Bomb threat in Delhi Schools) জেরে রীতিমতো আতঙ্কিত অভিভাবক -...

টার্গেট বিরোধী মুখ্যমন্ত্রীরা! নয়া সংশোধনী বিল আনছে কেন্দ্র

ভোটের ময়দানে পরাস্ত করতে না পেরে এবার ঘুরপথে বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের টার্গেট করতে চলেছে কেন্দ্র সরকার (Central...

ডুরান্ড সেমিতে আজ ডায়মন্ড বাহিনীর অঘটন নাকি লাল-হলুদ মশাল!

বুধের ময়দানে মেগা ম্যাচ। অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) নাকি কিবু ভিকুনা (Kibu Vicuna), যুবভারতীর মাঠ আজ কার দাপট...

কেন্দ্রের তিন সংশোধনী বিলের বিরোধিতায় আজ সকাল দশটায় বৈঠক ইন্ডিয়া ব্লকের

বুধবারই লোকসভায় (Loksabha) তিনটি গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে কেন্দ্র সরকার। আজই কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন (সংশোধনী) বিল ২০২৫, সংবিধান...
Exit mobile version