Saturday, May 17, 2025

National: প্রাক্তন সেবি কর্তার তদন্তে সাধুর হদিশ, চিত্রাকে দিয়েছিলেন সমুদ্রস্নানের প্রস্তাব!

Date:

সবই সাধুর কৃপা! তাঁর ইচ্ছেতেই উচ্চপদস্থ কর্তার নিয়োগ থেকে কর্মীদের পদোন্নতি সব সিদ্ধান্ত নিয়েছেন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (National Stock Exchange)বা এনএসই (NSE) প্রাক্তন এমডি-সিইও চিত্রা রামকৃষ্ণ (Chitra Ramakrishna)। এবার প্রকাশ্যে এল তাঁর আর হিমালয়ের সাধুবাবার(Saint) ইমেল(Email)। আর সেখানেই জানা গেল চুল বাঁধার পরামর্শ দেওয়া থেকে শুরু করে পরনের পোশাক,সব বিষয়েই সাধুর কথা মানতেন চিত্রা। তাঁরা দেখা করতেন ‘পবিত্র স্থানে’এমনকি হিমালয়ের সাধুবাবা (Saint)চিত্রাদেবি (Chitra Ramakrishna)কে নিয়ে সমুদ্রস্নানে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন বলেও সূত্রের খবর।

প্রসঙ্গত, ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত এনএসই-র এমডি-সিইও থাকাকালীন চিত্রা রামকৃষ্ণর (Chitra Ramakrishna)বিরুদ্ধে একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। ইতিমধ্যেই তিন কোটি টাকার জরিমানা করা হয়েছে চিত্রাকে। এবার এই মামলায় চিত্রার বাড়ি গিয়ে টানা ১২ ঘণ্টা জেরা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই (CBI) সূত্রে খবর, বিগত ২০ বছর ধরে চিত্রা রামকৃষ্ণ তাঁর ব্যক্তিগত থেকে পেশাগত, সব বিষয়ে হিমালয়ের ওই সাধুর পরামর্শ নিতেন।সেবি (SEBI) জানতে পারে, ২০১৫ সালে একাধিক বার সাধুর সঙ্গে দেখা করেছেন চিত্রা। পাওয়া গিয়েছে একটি ই-মেল আইডি। যা সাধুর বলে জানিয়েছেন চিত্রা নিজেই। চিত্রার দাবি, সাধুবাবার আবাসস্থল হিমালয় হলেও তাঁর নির্দিষ্ট ঠিকানা নেই। যেখানে খুশি হাজির হতে পারেন তিনি। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, চিত্রাকে ২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি একটি মেল করা হয়। ওই চিঠিতে প্রেরক লিখেছেন,পরের মাসে সিসিলি যাওয়ার জন্য তৈরি হচ্ছেন তিনি। চিঠিতে চিত্রাকে সমুদ্রস্নান উপভোগ করার আমন্ত্রণও জানানো হয়। ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি চিত্রাকে ওই একই আইডি থেকে আরও একটি মেল করা হয়। তাতে লেখা, ‘আজ তোমায় ভারি সুন্দর দেখাচ্ছে। বিভিন্ন রকম ভাবে চুল বাঁধবে তুমি। তাতে তোমায় আরও সুন্দর ও আবেদনময়ী লাগবে। এটা একটা বিনামূল্যের পরামর্শ। জানি তুমি মানবে। পারলে মার্চের মাঝামাঝি ফাঁকা থেকো।’এনএসই-র প্রাক্তন শীর্ষকর্তা চিত্রার দাবি এটা সেই সাধুর মেল আইডি। কিন্তু কেন এমন চিঠি? ক্রমাগত রহস্য বাড়ছে, তদন্তে সিবিআই।

Related articles

মুম্বইয়ে সক্রিয় আইএস স্লিপার সেল! NIA-র হাতে গ্রেফতার ২

দেশের ভিতরেই সক্রিয় ছিল পাকিস্তানি জঙ্গিদের স্লিপার সেল (sleeper cell)। পহেলগাম হামলায় (Pahalgam attack) ২৬ জনের মৃত্যুর পরে...

বেকবাগানের কাছে বহুতলে অগ্নিকাণ্ড, দমকলের ৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

ফের মহানগরীতে অগ্নিকাণ্ড। শনিবার, দুপুর ৩টের কিছু পরে বেকবাগানের কাছে বহুতলে আগুন লাগে। ভস্মীভূত হয়ে যাওয়া একটি ফ্লোর...

কৃষ্ণসার হরিণহত্যা মামলায় সইফ-তাব্বুকে বেকসুর খালাস কেন, হাইকোর্টে রাজস্থান সরকার

সময়টা ভালো যাচ্ছে না বলিউড (Bollywood) তারকাদের। কখনও প্রাণনাশের হুমকি, কখনওবা নিজের বাড়িতে হামলায় আক্রান্ত হচ্ছেন টিনসেল টাউনের...

লক্ষ্য উন্নয়ন, গ্রামবাংলার সার্বিক রাস্তা নির্মাণে রেকর্ড রাজ্যের

বাংলার গ্রামীণ রাস্তা নির্মাণে নতুন রেকর্ড তৈরি করল রাজ্য সরকার। গ্রামীণ এলাকায় সার্বিক উন্নয়নের লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...
Exit mobile version