Sandhan Pandey: অপূরণীয় ক্ষতি: সাধন পাণ্ডের প্রয়াণে শোকস্তব্ধ তৃণমূল নেতৃত্ব

দীর্ঘদিনের রাজনীতিবিদ। সাধন পাণ্ডেকে হারিয়ে মুহ্যমান তৃণমূল নেতৃত্ব।

দীর্ঘ রাজনৈতিক জীবন। বিধানসভা নির্বাচনে অপরাজিত সাধন পাণ্ডে (Sadhan Pandey)। টানা ৯বার রাজ্য বিধানসভার সদস্য হয়েছেন তিনি। ২০১১ থেকে মন্ত্রী। দীর্ঘদিনের সম্পর্ক তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benarjee) সঙ্গে, দলের সঙ্গে। সাধন পাণ্ডের রাজনৈতিক জীবন বেশিরভাগটাই উত্তর কলকাতা কেন্দ্রিক। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandopadhyay), রাজ্যসভার সাংসদ শান্তনু সেন (Shantanu Sen), তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।

সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, পশ্চিমবঙ্গের মানুষকে ক্রেতা সুরক্ষা দফতর চেনানোর অসাধ্যসাধন করছিলেন সাধন পাণ্ডে। তৃণমূল সাংসদ শান্তনু সেন জানান, সাধন পাণ্ডেদের মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। একটা রাজনীতির অধ্যায়ের সমাপ্তি। কুণাল ঘোষ বলেন, দীর্ঘদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্ভরযোগ্য সঙ্গী ছিলেন সাধন। বিধানসভা নির্বাচনে তিনি ছিলেন অপরাজেয়। অসুস্থ ছিলেন। তবে, এই খবরে শোকপ্রকাশের ভাষা নেই।

Previous articleSandhan Pande: অপরাজিত বিধায়ক,নজির হয়ে রইল সাধনের রাজনৈতিক জীবন
Next articleUttar Pradesh-Punjab Assembly Election: অখিলেশ যাদবের অগ্নিপরীক্ষা, পাঞ্জাবে গৃহবন্দি সোনু সুদ