Thursday, August 28, 2025

আগামী রবিবার রাজ্যের ১০৮ টি কেন্দ্রে পুরভোট। জয়ের বিষয়ে সম্পূর্ণ আশাবাদী হয়েও প্রচারে ঝড় তুলছে শাসকদল। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব প্রচার করছেন বিভিন্ন কেন্দ্রে। সোমবার, কাঁথিতে একাধিক নির্বাচনী সভা করেন তৃণমূলের (Tmc) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। সেখানেই তিনি একুশে একুশ আওয়াজ তোলেন। কাঁথি (Kanthi) পুরসভায় ২১টি ওয়ার্ড। ‘একুশে একুশ’-এর অর্থ বিরোধীশূন্য পুরবোর্ড।

এদিন, একটি দীর্ঘ বর্ণময় পদযাত্রা এবং পরে পথসভা করেন কুণাল। কাঁথির ২১ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সন্দীপ জানার (Sandip Jana) সমর্থনে প্রচার সভা করেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি প্রশ্ন তোলেন, “এই ২১ নম্বর ওয়ার্ড থেকে জিতে গতবার কাউন্সিলর তথা পুরসভার চেয়ারম্যান হয়েছিলেন বিরোধী দলনেতার ছোট ভাই। “তিনি কীসের ঘোড়ার ডিমের চেয়ারম্যান, যে এবার দাঁড়াতে ভয় পেলেন?” তাঁর বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হয়েছে।বিজেপিও তাঁকে টিকিট দেয়নি- তীব্র কটাক্ষ কোনালের। গত পাঁচ বছরে যত অভিযোগ উঠেছে, তার অধিকাংশ ঢেউ গিয়ে শেষ হয়েছে অধিকারী বাড়ির চৌকাঠে। এদিন আরও দুটি জনসভা করেন কুণাল।

তৃণমূল মুখপাত্র বলেন, “বিজেপি বলে ভারত মাতা কী জয়”। কিন্তু তাঁরাই মায়ের গা থেকে একটা একটা করে গয়না খুলে বিক্রি করে দিচ্ছে। পেট্রোল থেকে ডিজেল, সার থেকে জীবনদায়ী ওষুধ, ভোজ্য তেল থেকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, সবকিছুর দাম বাড়ছে, এটা একটা সরকার চলছে। তাই এবার ভোট দেওয়ার আগে তিনটি বিষয় ভোটারদের মাথায় রাখার আহ্বান জানান কুণাল। তা হল, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, রাজ্য সরকারের জনমুখী নীতি, স্থানীয় এলাকার উন্নয়ন। এদিন আদি বিজেপি এবং বামফ্রন্টের কর্মী-সমর্থকদেরও পুরভোটে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আবেদন জানান কুণাল। কুণালের দাবি, “তৃণমূল কংগ্রেস জিতলে আদি বিজেপি নেতারা সসম্মানে দল করতে পারবেন। কিন্তু বিজেপি জিতলে তৎকাল বিজেপির চাপে, আদি বিজেপি মুছে যাবে। আর বামেরা একটি ওয়ার্ডেও জিতবে না। বামেদের ভোট দেওয়া মানে, ভোট নষ্ট করা।”

তৃণমূলকে সব ওয়ার্ডে জিতিয়ে, কাঁথি থেকে অধিকারীদের মুছে দিয়ে, ইতিহাস তৈরির করারও ডাক দেন কুণাল। এদিন তিনি ১৮ ও ২১ নম্বর ওয়ার্ডে পদযাত্রা ও বাড়ি বাড়ি প্রচার করেন। ভোটারদের তিনি বলেন, “মুখ্যমন্ত্রী থেকে পুরমন্ত্রী তৃণমূল কংগ্রেসের। জেলা প্রশাসন থেকে চেয়ারম্যানও এবার তৃণমূল কংগ্রেসের হবে। কাজেই উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যেতে এবং জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরও শক্তিশালী করতে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে।” সভার অন্যতম বক্তা মৎস্যমন্ত্রী অখিল গিরি বলেন, “কোন পরিবারের অঙ্গুলিহেলনে নয়, এবার দুর্নীতি মুক্ত স্বচ্ছ প্রশাসন হবে কাঁথি পুরসভায়।” সভায় বক্তব্য রাখেন যুব তৃণমূল কংগ্রেস নেতা সুদীপ রাহা, প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর, জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান, প্রাক্তন প্রশাসক হরিসাধন দাসঅধিকারী, উত্তর কাঁথির কো-অর্ডিনেটর তরুণ কুমার জানা-সহ অন্যান্যরা।

আরও পড়ুন- Covid-19: ১২-১৮ বছর বয়সীদের জন্য করবিভ্যাক্স ভ্যাকসিনকে অনুমতি দিল DCGI

 

Related articles

ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল...

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার...

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...
Exit mobile version