Tuesday, November 11, 2025

পুরভোটে “নিরুদ্দেশ” বিজেপি, পতাকার চাহিদাতেও তৃণমূলের পরই এগিয়ে বাম-কংগ্রেস

Date:

একের পর এক নির্বাচনে ভরাডুবির পর পর রাজ্যে আসন্ন ১০৮টি পৌরসভা ভোটে কার্যত নিরুদ্দেশ বিজেপি। দু’একটি জেলা ছাড়া রাজ্যের সর্বত্র গেরুয়া শিবিরের হাহাকার ছবিটি ধরা পড়ছে। বিশেষ করে কলকাতা ও সদ্যসমাপ্ত চার পুরনিগমের ভোটের পর আরও তলানিতে বিজেপির জনপ্রিয়তা। কোথাও সেভাবে প্রচার নেই। দেওয়ালে প্রার্থীদের নাম নেই। রাস্তার মোড়ে মোড়ে পদ্ম পতাকার দেখা নেই। চারিদিকে শুধুই তৃণমূল, বাকিরা ভোটের আগেই যেন নির্মূল। ফলে ভোটের বাজারে ফ্ল্যাগ বিক্রেতাদের মধ্যেও সেই প্রভাব পড়েছে। বরং, একটু একটু করে ফের প্রধান বিরোধিতার আসনে ফিরে আসার চেষ্টা চালাচ্ছে বামেরা। কিছুটা হলেও তাদের ফ্ল্যাগের চাহিদা আছে।

আরও পড়ুন:Sadhan Pande:আজ সাধন পান্ডের শেষকৃত্য, প্রিয় বিধায়ককে বিধানসভায় শেষশ্রদ্ধা

ধীরে ধীরে জনভিত্তি হারাচ্ছে বিজেপি। পুরভোটে শোচনীয় ফল তার হাতে গরম প্রমান। তবে ভোট প্রাপ্তির নিরিখে শুধু নয়, সার্বিকভাবে বঙ্গ রাজনীতির সব ক্ষেত্রেই ম্রিয়মান হচ্ছে গেরুয়ার উপস্থিতি। এমনকী দলের পতাকা পর্যন্ত কিনতে কেউ আগ্রহ দেখাচ্ছেন না এখন। পাইকারি দরে বিজেপির পতাকা কেনার পর তা খুচরো বিক্রি করতে কালঘাম ছুটে যাচ্ছে বিক্রেতাদের।

বড়বাজার হোক, বারুইপুর কিংবা বনগাঁ, ফ্ল্যাগ, ফেস্টুন ব্যবসায়ীরা ব্যবসায়ী জানাচ্ছেন, পৌরসভা ভোটের আগে বিজেপির পতাকা স্টক করে এখন বেকায়দায় পরেছেন। কোনও চাহিদা নেই।
কেউ কিনতে আসছেন না। ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা। তবে বরাবরের মতো তৃণমূলের পতাকার চাহিদা তুঙ্গে। দিয়ে ওঠা যাচ্ছে না। কিছু কিছু জায়গায় বাম ও কংগ্রেসের পতাকারও বতুন করে চাহিদা হয়েছে। ফলে বিজেপির পতাকা বিক্রির ঘাটতি সেখান থেকে কিছুটা মিটিয়ে নেওয়ার চেষ্টায় বিক্রেতারা।

Related articles

প্রয়াত অভিনেতা-প্রাক্তন সাংসদ ধর্মেন্দ্র, শোকস্তব্ধ বলিউড

হাসপাতালের দীর্ঘ লড়াই শেষ। ব্রিচ ক্যান্ডি হাসপাতালে সোমবার মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছুদিন ধরে হাসপাতালে...

কড়া নিরাপত্তায় শুরু বিহারের দ্বিতীয় দফার নির্বাচন: নজরে গুরুত্বপূর্ণ কেন্দ্র

প্রথম দফা নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোট দানে বিহারে জমে উঠেছে বিধানসভা নির্বাচন। প্রথম দফায় ১২১টি আসনে নির্বাচনে ভোটদানের হার...

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...
Exit mobile version