Friday, November 28, 2025

সাধন পান্ডেকে শেষশ্রদ্ধা জানাতে প্রথমবার বিধানসভায় ঋতুপর্ণা, কথা হল মুখ্যমন্ত্রীর সঙ্গেও

Date:

Share post:

(প্রয়াত মন্ত্রীকে শ্রদ্ধা জানানোর পর ঋতুপর্ণাকে নিয়ে বিধানসভার ভেতরে যান মমতা বন্দ্যোপাধ্যায়)

প্রয়াত হয়েছেন রাজ্যের মন্ত্রী, বর্ষীয়ান তৃণমূল নেতা সাধন পান্ডে। সোমবার বেলা ১২টায় বিধানসভায় নিয়ে আসা হয়েছিল অপরাজেয় ৯বারের বিধায়কের মরদেহ। বর্ণময় রাজনৈতিক ব্যক্তিত্বের শেষযাত্রায় সামিল হয়েছিলেন বহু মানুষ। বিধানসভায় সাধন পান্ডেকে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিধায়ক, মন্ত্রী এবং বিশিষ্টজনেরা। সাধন বাবুকে শেষ শ্রদ্ধা জানাতে বিধানসভায় এসেছিলেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

এই প্রথমবার বিধানসভায় পা রাখলেন ঋতুপর্ণা। তিনি সাধনবাবুর পারিবারিক বন্ধুও। এদিন অভিনেত্রী যখন বিধানসভায় যান, তখন সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়াত মন্ত্রীকে শ্রদ্ধা জানানোর পর ঋতুপর্ণাকে নিয়ে বিধানসভার ভেতরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ কথা হয় তাঁদের মধ্যে।

এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, “সাধনদা, শ্রেয়া আমার পরিবার। আমাকে খুবই স্নেহ করতেন সাধনদা, খুবই ভালোবাসতেন। বড়মাপের মানুষ ছিলেন। শেষদিন অবধি মানুষের জন্য কাজ করে গেছেন। এমন এক মহান ব্যক্তিত্ব চলে যাওয়াতে প্রত্যেকের মধ্যে শূণ্যতা তৈরি হয়েছে। তিনি ছিলেন অপরাজিত। আমার কাছে এটা ব্যক্তিগত ক্ষতি, কারণ এই ভালোবাসা আর তো পাব না। তবে প্রার্থণা করি উনি যেখানেই থাকুন, ভালো থাকুন।”

খুব স্বাভাবিক ভাবেই তাকে প্রশ্ন করা হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কী কথা হলো? ঋতুপর্ণা জানান, “আমি প্রথমবার বিধানসভায় এলাম। দিদি বললেন ভেতরে এসে একটু দেখে যেতে। সাধনদার চলে যাওয়াতে দিদিরও মনটা একেবারে ভালো নেই। অনেকদিন পর দিদির সঙ্গে দেখা হল, তাই বসে একটু কথা বললাম। আমাকে উনি খুব স্নেহ করেন। বললেন, তুমি এসেছ, ভালো করেছো।”

spot_img

Related articles

টানা তিন দিন ধরে রাজ্য পুলিশের বড়সড় রদবদল

বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য সরকার পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত তিনদিন ধরে রাজ্য...

গম্ভীরের মন্তব্যে চটেছে বিসিসিআই! টি২০ বিশ্বকাপ পর্যন্ত সময়সীমা হেড কোচের?

টেস্টে খারাপ পারফরম্যান্স করার পরও গৌতম গম্ভীরের (Gautam Gambhir)আস্থা হারাচ্ছে না বিসিসিআই। তবে গম্ভীরের উপর বিসিসিআই পুরোপুরি খুশি...

বিচারক নিয়োগ নিয়ে PSC-র বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হাই কোর্টে

বিচারক নিয়োগে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি-র জুডিশিয়াল সার্ভিস (Judicial Service) পরীক্ষার জন্যে জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে...

ইচ্ছে মতো নয়, সেমিস্টার পিছু ফি বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

সেমিস্টারের নামে অতিরিক্ত ফি (Fee) নেওয়াতে রাশ টানতে নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (Council Of Higher Secondary...