Thursday, November 13, 2025

Sadhan Pande:আজ সাধন পান্ডের শেষকৃত্য, প্রিয় বিধায়ককে বিধানসভায় শেষশ্রদ্ধা

Date:

দীর্ঘ ৭মাস রোগভোগের পর রবিবার সকালে প্রয়াত হয়েছেন রাজ্যের মন্ত্রী সাধন পান্ডে। ৭১ বছর মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলার রাজনীতিতে পোড়খাওয়া এই নেতা।

আরও পড়ুন:International Language Day:আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী সাধন পান্ডের পরিবার-পরিজন ও অনুরাগীদের গভীর সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রয়াণে রাজ্য সরকারের পক্ষ থেকে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। ২ ঘণ্টা এগিয়ে আনা হয়েছে আজকের পূর্ব নির্ধারিত ক্যাবিনেট মিটিংয়ের সময়। মিটিং শুরু হবে বেলা তিনটের পরিবর্তে দুপুর ১টায়।

অন্যদিকে, গভীর রাতে মুম্বই থেকে কলকাতায় আনা হয় সাধন পান্ডের মরদেহ। সোমবার প্রয়াত মন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা বিমানবন্দরে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু, শশী পাঁজা ও বিধায়ক তাপস রায়। সাধনবাবুর দেহ মুম্বই থেকে কলকাতায় এনে রাতে পিস ওয়ার্ল্ডে রাখা হয়। আজ সেখান থেকে সকাল সাড়ে ৯টা নাগাদ উত্তর কলকাতায় তাঁর কাঁকুরকাছির বাড়িতে নিয়ে যাওয়া হবে। এরপর সকাল ১১টা নাগাদ উত্তর কলকাতাতেই তাঁর পৈত্রিক বাড়ি, যেখান থেকে সাধনবাবুর রাজনৈতিক কর্মকাণ্ড শুরু, সেই পার্টি অফিসেও নিয়ে যাওয়া হবে তাঁর মরদেহ। এরপর দুপুর ১২টা নাগাদ নিয়ে আসা হবে রাজ্য বিধানসভায় শেষশ্রদ্ধা জানানোর জন্য। তারপর শেষকৃত্য সম্পন্ন হবে নিমতলা মহাশ্মশানে।

১৯৮৫ সালে বড়তলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রথমবার প্রার্থী হন সাধন পাণ্ডে। সেবার জয়লাভের মধ্য দিয়েই পরিষদীয় রাজনীতিতে পা রাখেন। বাকিটা ইতিহাস।কখনও ভোটে পরাজিত হননি ৯ বারের বিধায়ক সাধনবাবু। ১৯৮৫-২০২১ সাল পর্যন্ত একটানা বিধায়ক হওয়ার রেকর্ড রয়েছে তাঁর বর্ণময় রাজনৈতিক কেরিয়ারে। প্রথমে কংগ্রেসের টিকিটে জিতেছেন। তারপর তৃণমূল কংগ্রেসে যোগদান। ২০০৯ সালে বড়তলা বিধানসভা কেন্দ্রটি অবলুপ্ত হয়ে যায়। ২০১১, ২০১৬ ও ২০২১ সালে মানিকতলা থেকে জিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য হন। ক্রেতা সুরক্ষা দপ্তরের দায়িত্ব সামলেছেন তিনি। এই দপ্তরটিকে আরও জনমুখী ও জনপ্রিয় হয়ে ওঠে তাঁর হাতধরেই।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version