Thursday, August 28, 2025

সার্চ ইঞ্জিন অপটি মাইজেসন বা এসইও (SEO)বললেই সবার আগে গুগলের(Google) কথা মাথায় আসে। নিশ্চিন্তে মানুষ ভরসা করতে পারেন গুগলকে। এবার সেই গুগলের ভুল ধরিয়ে দিলেন ভারতীয়। এই কাজের জন্য প্রায় ৬৫ কোটি টাকা পেলেন আমান পাণ্ডে (Aman Pandey)নামের ভারতীয় এক সাইবার-সিকিউরিটি এক্সপার্ট (Cyber Security Expert)। গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম (Mobile operating system) অ্যান্ড্রয়েডের সিকিউরিটি সিস্টেমের বেশ কয়েকটি ভুল ধরিয়ে দিয়ে তিনি এই পুরস্কার জিতলেন ।

বইমেলা: উদ্বোধনে মুখ্যমন্ত্রী, থিম কান্ট্রি বাংলাদেশ, ডিজিটাল পার্টনার সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি

আমান পাণ্ডে (Aman Pandey)এনআইটি ভোপাল থেকে গ্র্যাজুয়েট হয়েছেন, ২০২১ সালেই তিনি বাগসমিরর নামক এক সংস্থা প্রতিষ্ঠা করেন। তিনি একজন একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট। গুগলের একাধিক ভুলত্রুটির রিপোর্ট জমা দিয়ে আমান টপ মোস্ট রিসার্চার হয়েছেন। সম্প্রতি গুগলের ব্লগ পোস্ট বিষয়টি নিশ্চিত করেছে।২০২১ সালেই গুগলের ২৩২টি ভুল ধরেছিলেন তিনি। গুগলের ভালনারেবিলিটিজ দলের সদস্য সারা জেকবস জানিয়েছেন, ২০১৯ সালেই আমান প্রথম রিপোর্টটি জমা দিয়েছিলেন। এখনও পর্যন্ত গুগলের অ্যান্ড্রয়েড ভালনারেবিলিটিজ রিওয়ার্ড প্রোগ্রামে মোট ২৮০টি রিপোর্ট সাবমিট করেছেন পাণ্ডে, যা প্রোগ্রামটিকে সফল হওয়ার জন্য অনেকটাই সাহাজ্য করেছে।


তবে শুধু মাত্র গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেই যে এমনটা হয়ে থাকে তা নয়। সেই সঙ্গেই আবার গুগল ক্রোম, সার্চ, প্লে এবং অন্যান্য প্রডাক্টের ক্ষেত্রেও তা হয়ে থাকে। যারা সবথেকে গুরুত্বপূর্ণ কিছু ভুল ধরে থাকেন, তাদের ৮ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার দেয় গুগল। মধ্যপ্রদেশের আমান পাণ্ডেও এই মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ৬৫ কোটি টাকা পুরস্কার জিতে নিলেন।

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version