Reminiscence: আবুল কালাম আজাদের মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা-স্মরণ মমতা-অভিষেকের

মৌলানা আবুল কালাম আজাদের মৃত্যু বার্ষিকীতে স্যোশাল মিডিয়ায় স্মরণ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

আজ দেশের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের মৃত্যুবার্ষিকী। স্যোশাল মিডিয়ায় তাঁকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্মরণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ।

স্বাধীনভারতের প্রথন শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ। ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন-এ ভূষিত হন তিনি। মৌলানা আজাদের মৃত্যু বার্ষিকীতে শোকপ্রকাশ করেন মমতা ও অভিষেক।

মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ ও শিক্ষাবিদ মৌলানা আজাদের শিক্ষা তখনকার রীতি অনুযায়ী মসজিদ-মাদ্রাসা থেকে শুরু হলেও ইংরেজি সাহিত্য, বিশ্ব ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের মতো আধুনিক অনেক বিষয়ে উচ্চশিক্ষা লাভ করেন আজাদ। স্বাধীনতার সময় তিনি দেশভাগকে সমর্থন না করে এর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। স্বাধীনতার পর, তিনি ভারতের সাংসদ নির্বাচিত হন এবং ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হন। শিক্ষামন্ত্রীর পদে থাকাকালীন, তিনি দেশের প্রথম আইআইটি (ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি) খোলা সহ অনেক স্মরণীয় কাজ করেছিলেন। তিনি ২২ ফেব্রুয়ারি ১৯৫৮ সালে প্রয়াত হন। ভারতরত্ন মৌলানা আবুল কালাম আজাদ হিন্দু-মুসলিম ঐক্যের প্রতীক বলে মনে করেন দেশবাসী।

আরও পড়ুন- জালে শতাধিক তেলিয়া ভোলা, ভাগ্যের চাকা ঘুরল কাকদ্বীপের মৎস্যজীবীর