রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির জেরে বড় ক্ষতির মুখে দেশের শেয়ার বাজার

🔹সেনসেক্স ৫৭,৮৯২.০১ (⬇️ -০.১৮%)
🔹নিফটি ১৭,৩০৪.৬০ (⬇️ -০.১০%)

আশা নয় বরং আশঙ্কার মেঘ ক্রমশ ঘনাচ্ছে দেশের শেয়ারবাজারে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে ক্রমাগত নিম্নমুখী ভারতের বাজার। সোমবারের পর মঙ্গলবারও দেখা গেল একই ছবি। এদিন বাজার খোলার পর এক ধাক্কায় হাজার পয়েন্টে বেশি নেমে যায় সেনসেক্স। যদিও দিনের শেষে কিছুটা সামলে ওঠে তা। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার ৩৮২ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক। একই রকমভাবে বড় ধাক্কা খেয়েছে নিফটিও। বিশেষজ্ঞদের ধারণা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির জেরে দেশের শেয়ারবাজার আরও বড় ক্ষতির মুখে পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -৩৮২.৯১ পয়েন্ট বা -০.৬৬ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫৭,৩০০.৬৮। এনএসই নিফটি (NSE Nifty) -১১৪.৪৫ পয়েন্ট বা -০.৬৭ শতাংশ নেমে হয়েছে ১৭,০৯২.২০। বড়সড় পতন ঘটলেও এই পরিস্থিতিতে কোনওভাবেই বাজারে বিনিয়োগ না করার পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞ মহল।

Previous articleReminiscence: আবুল কালাম আজাদের মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা-স্মরণ মমতা-অভিষেকের
Next articleদ্বিপাক্ষিক সমস্যা মেটাতে মোদিকে টেলিভিশন বিতর্কে বসার প্রস্তাব ইমরানের