দ্বিপাক্ষিক সমস্যা মেটাতে মোদিকে টেলিভিশন বিতর্কে বসার প্রস্তাব ইমরানের

ভারতের(India) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) এবার সরাসরি টেলিভিশন বিতর্কে বসার প্রস্তাব দিলেন পাকিস্তানের(Pakistan) প্রধানমন্ত্রী ইমরান খান(Imran Khan)। ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সমস্যা মেটাতে ইমরানের এই প্রস্তাব প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই সরগরম আন্তর্জাতিক রাজনীতি। যদিও এ বিষয়ে ভারতেই প্রধানমন্ত্রী দফতর বা বিদেশ মন্ত্রকের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সম্প্রতি রাশিয়ার সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পাক প্রধানমন্ত্রী ইমরান খান জানান, “আমি নরেন্দ্র মোদির সঙ্গে টেলিভিশন বিতর্কে যোগ দিতে চাই। আলোচনার মাধ্যমে যদি মতপার্থক্য দূর করা যায়, তাহলে ভারতীয় উপমহাদেশের ১০০ কোটিরও বেশি মানুষের উপকার হবে।”

আরও পড়ুন:সংসদে ভালো পারফরম্যান্সের জন্য ‘সাংসদ রত্ন’ সম্মান পাচ্ছেন সৌগত রায়

উল্লেখ্য, দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর শুরুতেই ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে তৎপর হতে দেখা গিয়েছিল নরেন্দ্র মোদিকে। তবে ইমরান শাসনে ভারত-পাকিস্তান সম্পর্ক ক্রমশ তালানিতে যেতে থাকে। ভারতের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ‘সন্ত্রাসবাদ ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। পাকিস্তান সরকারকে জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’ এরই মাঝে ৩৭০ ধারা প্রত্যাহার, সিএএ প্রভৃতি ভারতে আন্তর্জাতিক ইস্যুতে নাক গলাতে দেখা যায় পাকিস্তানকে। যার তীব্র বিরোধিতা করে ভারত। রাষ্ট্রসঙ্ঘেও দুই দেশের সংঘাত প্রবল আকার ধারণ করে। পরিস্থিতি যখন এমন পর্যায়ে ঠিক তখন দুই দেশের দ্বিপাক্ষিক সমস্যা মেটাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সরাসরি টেলিভিশন বিতর্কের প্রস্তাব দিলেন ইমরান খান।

Previous articleরাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির জেরে বড় ক্ষতির মুখে দেশের শেয়ার বাজার
Next articleEntertainment News: সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অদৃজা ক্রুশাল!