এবার সাফাই দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankhar)। অধিবেশন ডাকার পরে বাজেট সংক্রান্ত নথি বিবেচনা করা যেতে পারে। টুইট করে জানালেন ধনকড়। রাজ্যপাল জানান, কোনো ফাইল, নিয়োগ বা বিল সংক্রান্ত বা অন্যান্য কিছু রাজ্যপালের বিবেচনার জন্য এই মুহূর্তে মুলতুবি নেই।

RAJ BHAWAN PRESS RELEASE
•No Cabinet recommendation for summoning Assembly received for consideration of the Governor;
•No files, pertaining to appointment or bills or otherwise, are pending for Guv consideration;
‘Budget papers can be considered after assembly is summoned. pic.twitter.com/J9jFtMEYll
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) February 23, 2022
ধনকড় (Governor Jagdeep Dhankhar) মন্ত্রিসভার সুপারিশের কথা উল্লেখ করে বলেন, আজ অবধি রাজভবনে রাজ্যপালের বিবেচনার জন্য এমন কোনও সুপারিশ পাওয়া যায়নি। বিধানসভা তলব করার সুপারিশ শুধুমাত্র মন্ত্রিসভা থেকে হতে পারে, মুখ্যমন্ত্রীর কাছ থেকে নয়।”

রাজ্যপাল বলেন, মুখ্যমন্ত্রী বলছেন রাজভবন অপ্রয়োজনীয়ভাবে ফাইলগুলিকে বিলম্বিত করছিল এবং ফাইলগুলি পেন্ডিং রাখছে। সেখানে রাজ্যপাল ব্যাখ্যা দিয়েছেন, তিনি রাজ্য সরকারের কাজ ঠিকঠাকভাবে করার চেষ্টা করছেন।
