Tuesday, November 11, 2025

যুদ্ধ পরিস্থিতিতে মস্কো সফরে পাক প্রধানমন্ত্রী: বললেন, “কী দারুণ সময় এলাম!”

Date:

রাশিয়া- ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির মাঝেই মস্কো সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (Pakistan PM Imran Khan)। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতরের ট্যুইটার হ্যান্ডলে পোস্ট করা একটি ভিডিওতে ইমরানকে বলতে শোনা গিয়েছে, ‘কী দারুণ সময় এলাম! কী প্রচণ্ড উত্তেজনা!’ তাঁর সঙ্গে থাকা এক আধিকারিক বলছেন, ‘এটাই এখানে আসার উপযুক্ত সময়।’ এই ভিডিও দেখে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। অনেকেই বলছেন, যুদ্ধ উসকে দিতেই কি রাশিয়া যাচ্ছেন ইমরান! কেউ লিখেছেন, ঠিক সময় ঠিক লোক ঠিক জায়গাতেই গিয়েছেন।

এমন যুদ্ধের পরিস্থিতির মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (President Vladimir Putin) সঙ্গে আজ বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ১৯৯৯ সালে মস্কো সফরে গিয়েছিলেন তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তার ২৩ বছর পর এই প্রথম পাকিস্তানের কোনও প্রধানমন্ত্রী মস্কো সফরে গেলেন। তাও এমন যুদ্ধের পরিস্থিতিতে। সূত্রের খবর, রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে আর্থিক বোঝাপড়া, গ্যাস পাইপলাইন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ইমরান। তিনি রাশিয়ার সঙ্গে পাকিস্তানের বোঝাপড়া বাড়াতে মরিয়া।

আরও পড়ুন-Ukraine Russiaগুগুল ম্যাপ দেখে নিকটবর্তী নিরাপদ আশ্রয়ে চলে যান: নাগরিকদের নির্দেশিকা ভারতীয় দূতাবাসের

ইউক্রেনে একের পর এক আছড়ে পড়ছে রাশিয়ার ক্ষেপনাস্ত্র। সীমান্ত পেরিয়ে ঢুকেছে রুশ ট্যাঙ্কার। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, প্রাণ হারিয়েছেন ইউক্রেনের ৪০ জওয়ান এবং ১০ জন সাধারণ নাগরিক। যুদ্ধের খবরে গোটা দুনিয়া তোলপাড়। পড়েছে শেয়ার বাজার। দাম বেড়েছে তেলের। রাশিয়ার দিকে আঙুল তুলেছে গোটা দুনিয়া। এর মধ্যে ইমরানের (Pak PM Imran Khan) মস্কো সফর সঠিক চোখে দেখছেন না একাধিক দেশবাসীরা।

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version