Wednesday, November 12, 2025

EastBengal: ইস্টবেঙ্গল ক্লাবে জমকালো অনুষ্ঠান, লাল-হলুদে উপস্থিত বসুন্ধরা গ্রূপের কর্ণধার সোবহান তানভীর

Date:

ইস্টবেঙ্গল ক্লাবে ( EastBengal) জমকালো অনুষ্ঠান। দুই দেশের মেলবন্ধন। এপার বাংলা ওনার বাংলার মেলবন্ধন। বৃহস্পতিবার ক্লাব তাঁবুতে হয়ে গেল বর্ণাঢ্য সংবর্ধনা সভা। লাল-হলুদের এই অনুষ্ঠানে বৃহস্পতিবার এসেছিলেন বসুন্ধরা গ্রূপের কর্ণধার সোবহান তানভীর ও তাঁর স্ত্রী সাবরিন তানভীর। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ও। এই অনুষ্ঠানে আজীবন সদস্যপদ দিয়ে সোবহান তানভীরকে সম্মানিত করা হয় ইস্টবেঙ্গলের তরফ থেকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত।

ইস্টবেঙ্গল ক্লাবে এসে সোবহান তানভীর বলেন,” ইস্টবেঙ্গল ক্লাবকে নিজের ক্লাব বলেই সবসময় ভেবেছি। তাই ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে যখন আমন্ত্রণ আসে তখন আর ‘না’ বলিনি। আর আজকের এই অনুষ্ঠানে ইস্টবেঙ্গল ক্লাব যেভাবে হৃদয় দিয়ে আমাদের কাছে টেনে নিয়েছেন, আমরাও চাই দুই বাংলার ক্রীড়াপ্রেমী মানুষ ও সাধারন মানুষ আগামী ভবিষ্যতে আরো কাছাকাছি আসতে পারে। আমরা আন্তরিক ভাবে এই কাজে সচেষ্ট হব।”

এই অনুষ্ঠান নিয়ে লাল-হলুদ কর্তা দেবব্রত সরকার বলেন,” আজ সেই হৃদয়ের টানেই দুই বাংলার আবার এক সঙ্গে চলা প্রয়োজন। সোবহান ভাই এবং ইস্টবেঙ্গল ক্লাব মিলিত ভাবে দুই বাংলার সমন্বয়ের কাজ করতে পারে।”

এদিকে সবশেষে সোবহান তানভীরকে জিজ্ঞেস করা হয় যে তিনি ভবিষ্যতে ইস্টবেঙ্গলের সঙ্গে চলতে চান কি না, উত্তরে সরাসরি তেমন কিছু না বললেও ইতিবাচক একটি দিক কিন্তু দিয়ে যান তিনি। তেমন লাল হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকারকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন,” এখনই কিছু বলা যাচ্ছে না। তবে হলে অবশ্যই ভালো হয়। পুরো ব্যাপারটাই আলোচনা সাপেক্ষ।”

আরও পড়ুন:Icc: কোভিডের কথা মাথায় রেখে মহিলা বিশ্বকাপে বড় সিদ্ধান্ত নিল আইসিসি

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version