Friday, November 14, 2025

রাজ্য বিধানসভার আসন্ন বাজেট অধিবেশন ঘিরে জটিলতা সম্ভবত কাটতে চলেছে। অধিবেশনের সময় নিয়ে ভুল সংশোধন করে নতুন দিনক্ষণ জানিয়ে রাজ্যপালকে পাঠানো হয় চিঠি। আজ, শুক্রবার দুপুরে রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ করেন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। ছাপার ভুলটি সংশোধন করা হয়েছে বলে রাজ্যপালকে জানান অ্যাডভোকেট জেনারেল। ফের নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ৭ মার্চ রাত নয়, দুপুর ২টোয় অধিবেশন শুরু হবে। এবং রাজ্যপাল ভাষণ দেবেন।

বিষয়টি নিয়ে টুইট করে ধনকড় জানান, অ্যাডভোকেট জেনারেল তাঁকে ওই ভুল অনিচ্ছাকৃত বলে জানিয়ে দুঃখপ্রকাশ করেছেন। এরপর সংশোধিত দিনক্ষণ জানানো হয় রাজ্যপালকে। ৭ মার্চ, সোমবার দুপুর ২টোয় রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হবে বাজেট অধিবেশন। ১১ মার্চ বাজেট পেশ।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার তরফে রাজ্যপাল জগদীপ ধনকড়কে পাঠানো হয়েছিল অধিবেশনের সূচি। সেই সূচিতে অধিবেশন শুরুর দিন অর্থাৎ আগামী ৭ মার্চ রাত ২টোয় (2AM) রাজ্যপালের ভাষণ দেওয়ার কথা ছিল, যা কার্যত অবাস্তব ও নজিরবিহীন। এবং সেটা বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রী-বিধায়ক, শাসকদলের পদাধিকারী নেতারা জানিয়েছেন, ছাপায় ভুল হয়েছিল, বাস্তবতা মাথায় রেখে রাজ্যপালের সেটা বোঝা উচিত ছিল।

আরও পড়ুন- পুরভোটের শেষবেলার প্রচারে ঝড় তুললেন সুদীপ

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version