Monday, May 5, 2025

২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২২ (IPL 2022)। ফাইনাল হবে ২৯ মে। করোনা (Corona) অতিমারির সতর্কতার কারণে আইপিএলের ৭০ টি ম‍্যাচ এবার হবে, মুম্বইয়ের ওয়াংখেড়ে, ব্র্যাবোর্ন স্টেডিয়াম, ডি ওয়াই পাটিল, এবং পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। যদিও নকআউট পর্বের ম‍্যাচ কোথায় হবে তা এখনও জানানো হয়নি। শুক্রবার এমনটাই জানান হল বিসিসিআইয়ের ( BCCI) তরফ থেকে। চলতি বছর থেকে ১০ দলে হতে চলেছে দেশের এই জনপ্রিয় ক্রিকেট লিগ।

চলতি আইপিএলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে ২০ টি ম‍্যাচ, ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে হবে ২০ টি ম‍্যাচ। এদিকে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে হবে ১৫ টি ম‍্যাচ এর্ব পুনে স্টেডিয়ামে হবে ১৫ টি ম‍্যাচ।

এদিকে প্রত্যাশা মতই, ১০টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে চলতি আইপিএলে। বিজয়ী হওয়া ও রানার্স হওয়ার উপর নির্ভর করে দলগুলিকে ভাগ করা হয়েছে। এবার প্রতিটি দল তার গ্রুপের দলগুলির বিরুদ্ধে দুটি করে ম্যাচ খেলবে, আর দ্বিতীয় গ্রুপে একই সারিতে থাকা দলের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। আর দ্বিতীয় গ্রুপের বাকি চার দলের সঙ্গে খেলবে একটি করে ম্যাচ।

এক নজরে দেখে নেওয়া যাক গ্রুপগুলি –

গ্রুপ এ – মুম্বই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস, লখনউ সুপার জায়ান্টস।

গ্রুপ বি – চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পাঞ্জাব কিংস, গুজরাট টাইটান্স।

এদিন বিসিসিআইয়ের  তরফে বলা হয়েছে, ‘”আইপিএলের পঞ্চদশ সংস্করণ হবে জৈবদুর্গের মধ্যে। বিমান যাত্রা না থাকায় এবার করোনা ছড়িয়ে পড়ার ভয় কম। এর ফলে লিগ পর্বে ক্রিকেটারদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে।”

আরও পড়ুন:Mirabai Chanu: সিঙ্গাপুর ওয়েটলিফটিং-এ সোনা জয় মীরাবাই চানুর, যোগ্যতা অর্জন করলেন কমনওয়েলথ গেমসে

 

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version