শুক্রবার বিধাননগর পুরসভার মেয়র পদে শপথ নিলেন কৃষ্ণা চক্রবর্তী । চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন সব্যসাচী দত্ত। এদিন সকালে সল্টলেকের এফডি ব্লকে এই শপথগ্রহণ অনুষ্ঠানটি হয়। মেয়র এবং চেয়্যারম্যান ছাড়াও এদিন শপথ নিয়েছেন নব নির্বাচিত ৪১ জন কাউন্সিলার। শুক্রবার আসানসোল পুরসভার মেয়র বিধান উপাধ্যায়ও শপথ নিলেন। সেইসঙ্গে নব নির্বাচিত ১০৬জন কাউন্সিলারও শপথ নিয়েছেন।
