Saturday, January 10, 2026

বিপদে দেশ: রাশিয়াকে রুখতে সেনাবাহিনীতে যোগ অশীতিপর বৃদ্ধের

Date:

Share post:

রাষ্ট্রপুঞ্জের হুঁশিয়ারিকে অগ্রাহ্য করে তিনদিক থেকে চক্রব্যূহ তৈরি করে ইউক্রেনের উপর হামলা চালিয়েছে রাশিয়া(Russia)। বেলাগাম হামলায় কোণঠাসা ইউক্রেন(Ukraine)। লড়াই অসম হলেও দেশের স্বাধীনতা রক্ষার্থে শেষ পর্যন্ত লড়াই জারি থাকবে বলে জানিয়ে দিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি(Volodymyr Zelenskyy)। এহেন সময়ের বিশ্ববাসীর চোখে জন এনে দিল এক ছবি। হাতে স্যুটকেস নিয়ে ইউক্রেনীয় বাহিনীর সেনা (Ukrainian army) ছাউনিতে উপস্থিত হলেন অশীতিপর এক বৃদ্ধ। দেশের সংকটে সেনাবাহিনীতে যোগ দিতে চান তিনি। অসমর্থ হাতে বন্দুক তুলে নিয়ে শত্রুর চোখে চোখ রাখতে পিছপা নন তিনি। এই ছবিই সম্প্রতি ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

শুক্রবার এই ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন ইউক্রেনের প্রাক্তন ফার্স্ট লেডি কাতেরিনা মাইখাইলিভনা ইউশচেঙ্কো (Kateryna Mykhaylivna Yushchenko)। পাশাপাশি টুইটারে তিনি লিখেছেন, “কেউ একজন ৮০ বছরের এই বৃদ্ধের ছবি পোস্ট করেছেন। যিনি সেনাবাহিনীতে যোগ দিতে গিয়েছেন এবং তার সঙ্গে একটি ছোট স্যুটকেস। যাতে ২ টি-শার্ট, এক জোড়া অতিরিক্ত প্যান্ট, একটি টুথব্রাশ এবং দুপুরের খাবারের জন্য কয়েকটি স্যান্ডউইচ রয়েছে৷ তিনি বলেছিলেন যে তিনি এটা তার নাতি-নাতনিদের জন্য করছেন।” ছবিটি প্রকাশ্যে আসার পর চোখে জল বিশ্ববাসীর। যদিও এই ছবি কথায় তোলা হয়েছে সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

আরও পড়ুন:Volodymyr Zelenskyy:কৌতুক অভিনেতা থেকে রাজনীতির ময়দানে জেলেনস্কির আবির্ভাব !

এদিকে সময় ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যত আগ্রাসী হয়ে উঠতে শুরু করেছে বিশ্ব জুড়ে নিন্দার ঝড় তত বাড়ছে। রাশিয়ার অন্দরে তো বটেই গোটা পৃথিবী জুড়ে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠছে। পৃথিবীর বহু শহরে রাশিয়ান দূতাবাসের সামনে ইউক্রেনের পাশে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন হাজার হাজার মানুষ। রাশিয়ার ৫০ টিরও বেশি শহরে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন সেখানকার প্রতিবাদীরা। পরিস্থিতি সামাল দিতে হাজারেরও বেশি মানুষকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে রুশ পুলিশ।

spot_img

Related articles

৩১ মার্চের মধ্যে খাদানের কাজ শুরু, ২৫ হাজার কর্মসংস্থান: আশ্বাস অভিষেকের, ডিজি মাইনিং-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

বাঁকুড়া জেলার পাথর খাদান এলাকায় দাঁড়িয়ে বিপুল কর্মসংস্থানের আশ্বাস দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

মোদি রাজ্যে অমিতাভকে হেনস্থা! ভিডিও ভাইরাল সমাজমাধ্যমে 

নরেন্দ্র মোদি - অমিত শাহের গুজরাটে আক্রান্ত বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)!সুরাটে ‘ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ’-এর (indian...

ইরানে ইন্টারনেট থেকে ল্যান্ডলাইন বন্ধ করেও আন্দোলন থামেনি: ইঙ্গিত, ফিরছেন পাহলভি

ইরানে খামেনেই প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত। দেশের আর্থিক সংকট, মূল্যবৃদ্ধি ও পর্যাপ্ত সরকারি পরিষেবা না মেলার প্রতিবাদে পথে...

ভারতকে চাপে ফেলতে গিয়ে বেসামাল বাংলাদেশ, বোর্ডের বিরুদ্ধে সরব ক্রিকেটাররা

বিশ্বকাপ শুরু হতে একমাসও বাকি নেই। ভারতকে চাপে ফেলতে গিয়ে বাংলাদেশ ক্রিকেটেই(Bangladesh Cricket) গৃহযুদ্ধ।  বাংলাদেশের ক্রিকেটাররা এখনও জানেন...